ভিটামিন ও ফাইবার- ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি করতে ও ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে চাইলে নিয়ম করে ফাইবার, মিনারেল ও ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। এতে শরীর থাকবে সুস্থ। তাই আঙুর, আপেল, বেরির মতো ফল খান। সঙ্গে ব্রোকলি, টমেটো, কড়াইশুটি খান। এতে মিলবে উপকার।