আপনি যদি ওজন কমাতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন তরমুজ খান। তরমুজ দিয়ে তৈরি জুস বা অন্য খাবারও খেতে পারেন। লাল, মিষ্টি ও রসালো তরমুজ দেখলে যে কারোরই খেতে ভালো লাগবে। রক্তচাপের রোগীদের জন্যও তরমুজ উপকারী। এটি হার্টকে সুস্থ রাখে এবং হজমশক্তির উন্নতি ঘটায়। যারা প্রচুর তরমুজ খান, তাদের চুল ও ত্বকও সুস্থ থাকে। জেনে নিন তরমুজ খাওয়ার উপকারিতা।