শীতের সময় দিন শুরু করুন মৌরি চা দিয়ে, মিলবে একাধিক উপকার, দেখে নিন এক ঝলকে

ভিটামিন এ, সি, সোডিয়াম, ক্যালসিয়ামে পূর্ণ মৌরি দূর করবে নানান শারীরিক জটিলতা। জেনে নিন শীতের মরশুমে কেন মৌরি চা খাবেন।

শীতের মরশুমে দেখা দেয় নানান শারীরিক জটিলতা। এই সময় সর্দি, কাশি, জ্বর থেকে শুরু করে পেটের সমস্যায় ভোগেন অনেকে। এই সকল মরশুমি জ়টিলতা থেকে মুক্তি পেতে ভরসা করুন রান্না ঘরের সহজপাচ্য উপাদানের ওপর। সব বাড়ির হেঁসেলেই উপস্থিত থাকে মৌরি। এবার সেই মৌরি দিয়ে বানিয়ে নিন চা। ভিটামিন এ, সি, সোডিয়াম, ক্যালসিয়ামে পূর্ণ মৌরি দূর করবে নানান শারীরিক জটিলতা। জেনে নিন শীতের মরশুমে কেন মৌরি চা খাবেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এই চায়ের গুণে। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি-তে পূর্ণ মৌরি। যা একাধিক রোগের হাত থেকে রক্ষা করে আমাদের।

Latest Videos

শীতের সময় প্রায়শই গ্যাসের সমস্যা দেখা দেয়। এই মরশুমে গ্যাসের সমস্যায় ভোগেন অনেকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে মৌরি চা চান। এমনকী, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা সারা বছর মৌরি চা খেতে পারেন মিলবে উপকার।

শীতের সময় অনেকেই কম-বেশি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। ছোট থেকে বড়- সকলের মধ্যে এমন সমস্যা দেখা যায়। এর থেকে মুক্তি পেতে মৌরি চা খান। দিন শুরু করুন এই বিশেষ চা দিয়ে। মিলবে উপকার।

মানসিক চাপ নানান রোগের কারণ। অফিসের কাজের চাপ, পড়াশোনার কারণে হোক কিংবা সংসারে অশান্তির কারণে মানসিক চাপ চলতেই থাকে। এর থেকে মুক্তি পেতে চাইলে খেতে পারেন মৌরি চা। বর্তমানে অধিকাংশ রোগের কারণ হল মানসিক চাপ। এর থেকে মুক্তির পাওয়ার চেষা করুন। মিলবে উপকার।

শীতের মরশুমে আরও এক সাধারণ সমস্যা হল দাঁতে ব্যথা। সারা শীতর জুড়ে অধিকাংশই দাঁতের ব্যথায় ভুগে থাকেন। এর থেকে মুক্তি পেতে নিয়মিত মৌরি চা কেতে পারেন। এই চা পানে মিলবে উপকার। যারা প্রায়শই দাঁতের ব্যথায় ভুগছেন তারা এই উপায় মেনে চলুন মিলবে উপকার।

রক্তচাপ কমাতেও সাহায্য করে মৌরি চা। রোজ ১ কাপ করে মৌরি চা খান। মিলবে মানসিক চাপ থেকে মুক্তি। সঙ্গে সুস্থ থাকবে হার্ট। সঙ্গে রক্তাল্পতা, বদহজম এমনকী গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন মৌরি চা। এতে মিলবে উপকার। তাই এবার থেকে দিন শুরু করুন মৌরি চা দিয়ে। দূর হবে নানান শারীরিক জটিলত। মিলবে একাধিক উপকার।

 

 

আরও পড়ুন-

ব্যবহার করুন হলুদ দিয়ে তৈরি সিরাম, ব্রণ দূর হবে সহজে, আসবে জেল্লা, জেনে নিন কীভাবে বানাবেন

ব্যবহার করছেন ইলেকট্রিক ফেসিয়াল হেয়ার রিমুভার? মাথায় রাখুন এই কয়টি গুরুত্বপূর্ণ বিষয়

লিভার দুর্বল হওয়ার আগেই শরীর এমন সংকেত দেয়, দেখা মাত্রই সতর্ক হোন

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election