COVID-19 vaccines: হঠাৎ হৃদরোগে মৃত্যু কি করোনার টিকা নেওয়ার কারণেই? সিদ্দারামাইয়ার দাবি সত্যি?

Published : Jul 02, 2025, 12:03 PM ISTUpdated : Jul 02, 2025, 12:18 PM IST
COVID-19 vaccine safe and effective, no link with sudden deaths: Union Health Ministry

সংক্ষিপ্ত

Sudden Heart Attack: সম্প্রতি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অল্পবয়সি ব্যক্তিদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। করোনাভাইরাস টিকা (COVID-19 Vaccine) নেওয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে কি না, সে বিষয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Death due to heart attack: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হওয়ার পর যে ওষুধ গ্রহণ করা হয়েছে, টিকা (Vaccine) নেওয়ার জন্যই কি হঠাৎ হৃদরোগে (Heart attack) আক্রান্ত হয়ে মৃত্যু বাড়ছে? দেশজুড়ে এ বিষয়ে উদ্বেগ তৈরি হলেও, সেই আশঙ্কা উড়িয়ে দিল স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health & Family Welfare)। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research) ও এইমসের (AIIMS) এ গবেষণায় দাবি করা হয়েছে, করোনার ওষুধ, টিকার সঙ্গে হৃদরোগের কোনও সম্পর্ক নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে অল্পবয়সি ব্যক্তিদের মৃত্যুর কারণ হল জীবনযাপনের ধরন, ঘুমের অভাব, অন্যান্য অসুস্থতা। ১৮ থেকে ৪৫ বছর বয়সি ব্যক্তিদের মধ্যে হৃদরোগ যেভাবে বাড়ছে, তার অনেক কারণ রয়েছে। এ বিষয়ে আরও গবেষণা চলছে।

বিতর্ক উস্কে দিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া (Siddaramaiah) দাবি করেছেন, করোনার টিকা নেওয়ার কারণেই তাঁর রাজ্যে হৃদরোগ বাড়ছে। তবে বুধবার সেই দাবি উড়িয়ে দিয়ে সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অল্পবয়সিদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সঙ্গে করোনার টিকার কোনও যোগ নেই। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়া নিয়ে গবেষণা চালাচ্ছে আইসিএমআর ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (National Centre for Disease Control)। ২০২৩ সালের মে থেকে অগাস্টের মধ্যে ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি হাসপাতালে গবেষণা চালানো হয়েছে। এই গবেষণার ফল বলছে, তরুণ ও যুবকদের জীবনযাপনের ধরন বদলে যাওয়াই হৃদরোগে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ।

বাড়ছে হৃদরোগে মৃত্যু

গত মাসে কর্ণাটকের (Karnataka) হাসান জেলায় (Hassan district) হৃদরোগে আক্রান্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। কর্ণাটক-সহ দেশের বিভিন্ন প্রান্তে আরও অনেকেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সে কথা উল্লেখ করেই করোনার টিকার ক্ষতিকর দিক ও পার্শ্ব-প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সিদ্দারামাইয়া। তবে তাঁর দাবির সঙ্গে সহমত পোষণ করছেন না গবেষকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী