এই পাঁচ সমস্যা থাকলে ভুলেও খাবেন না মটন, ভাইফোঁটায় বিশেষ নজর দিন খাদ্যতালিকায়

Published : Nov 15, 2023, 05:46 PM IST
Bengali Style Mutton Curry

সংক্ষিপ্ত

পাঁঠার মাংস হতে পারে আপনার শারীরিক জটিলতার কারণ। তাই সুস্থ থাকতে সতর্ক হন। এই পাঁচ সমস্যা থাকলে ভুলেও খাবেন না মটন।

চারিদিকে চলছে আনন্দের উৎসব। আজ ভাতৃদ্বিতীয়া। আর ভাইফোঁটা মানেই বাঙালির ভুড়ি ভোজা। এই দিন নানা রকম খাবার খেয়ে থাকেন সকলে। সকালের জল খাবার থেকে শুরু হয় খাওয়া দাওয়া। নানান রকম মিষ্টি থেকে দুপুরে পাঁঠার মাংস কিছুই বাদ যায় না। তবে, স্বাদের কথা চিন্তা করতে গিয়ে শরীরকে উপেক্ষা করলে হল না। শারীরিক জটিলতার কথা ভুলে গিয়ে অধিক খাওয়া দাওয়া করলে বিপদে পড়তে পারেন। বিশেষ করে পাঁঠার মাংস হতে পারে আপনার শারীরিক জটিলতার কারণ। তাই সুস্থ থাকতে সতর্ক হন। এই পাঁচ সমস্যা থাকলে ভুলেও খাবেন না মটন।

জিইআরডি

জিইআরডি অসুখে আক্রান্ত যারা তারা পাঁঠার মাংস খাবেন না। পাঁঠার মাংস খেলে সমস্যা বাড়বে।

হার্টের রোগ

হার্টের রোগীরা পাঁঠার মাংস এড়িয়ে চলুন। দেহে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডসের মাত্রা বাড়তে পারে। তাই পাঁঠার মাংস না খাওয়াই ভালো।

ডায়াবেটিসের রোগীরা

ডায়াবেটিসের রোগীরাও পাঁঠার মাংস এড়িয়ে চলুন। হার্ট, কিডনি, চোখ-সহ একাধিক অঙ্গের ওপর প্রভাব ফেলতে পারে। পাঁঠার মাংস না খাওয়াই ভালো। এতে কোলেস্টেরলের মাত্রা বাড়তে পারে।

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভুগছেন তারা খাবেন না পাঁঠার মাংস। এতে প্রেসার বেড়ে যেতে পারে। প্রেসার নিয়ন্ত্রণে বড়সড় সমস্যার মুখে পড়তে পারে। পাঁঠার মাংস খেলে সমস্যা বাড়তে পারে। উচ্চ রক্তচাপের সমস্যায় যারা ভোগেন তারা এড়িয়ে চলুন এই খাবার।

বাড়তি মেদ

বাড়তি মেদ হাজারটা রোগের কারণ। বাড়তি মেদের সমস্যায় যারা ভুগছেন তারা এই খাবার থেকে দূরে থাকুন। বাড়তি মেদের সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মেনে চলুন এই টিপস। মেদ বেড়ে যেতে পারে অধিক পাঁঠার মাংস খেলে।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

ছোট থেকে সন্তানকে মানসিক ভাবে শক্তিশালী করুন, সারা জীবন কোনও বাধা সামনে আসবে না

ব্রণ এবং ব্রণর দাগ নিয়ে নাজেহাল, এই অব্যর্থ টোটকায় মাত্র কয়েক দিনের মধ্যে পান মুক্তি

PREV
click me!

Recommended Stories

শীতকালীন অবসাদ জানেন কী হয়? মন ভালো করতে কেক বা চকলেট নয়, করুন এই কয়েকটি উপায়
৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস