মশার কামড়ে নাজেহাল? এসেনশিয়াল অয়েলস ব্যবহার করে দেখতে পারেন, রেহাই পাবেন

শীতকাল হোক বা গরমকাল, সারা বছরই যন্ত্রণা দেয় মশা। শুধু রক্ত খাওয়া বা রক্ত ঢেলে দেওয়াই নয়, রোগও ছড়ায় মশা। এই কারণে মশার কামড় এড়িয়ে যাওয়াই ভালো। মশার কামড় এড়ানোর জন্য নানা উপায় রয়েছে।

Soumya Gangully | Published : Dec 5, 2024 10:15 PM
18
মশা তাড়ানোর জন্য এসেনশিয়াল অয়েলস ব্যবহার করে অনেকেই উপকার পাচ্ছেন

এসেনশিয়াল অয়েলস ব্যবহার করলে ত্বক ভালো থাকে। একইসঙ্গে মশাও দূরে থাকে। ফলে এসেনশিয়াল অয়েলস সব দিক থেকেই ভালো।

28
মশা তাড়ানোর জন্য কয়েল, ধূপ, স্প্রে, হিটের চেয়ে এসেনশিয়াল অয়েলস ভালো

বিশেষজ্ঞদের মতে, মশা দূর করার জন্য হিট, স্প্রে, কয়েল, ক্রিম ব্যবহার করার বদলে এসেনশিয়াল অয়েলস ব্যবহার করলে বেশি উপকার হয়।

38
এসেনশিয়াল অয়েলসে কোনওরকম রাসায়নিক থাকে না, ফলে ত্বকের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই

বিশেষজ্ঞদের মতে, এসেনশিয়াল অয়েলস রাসায়নিকমুক্ত পদার্থ। ফলে এসেনশিয়াল অয়েলস ব্যবহার করলে মশাও দূরে থাকে, একইসঙ্গে ত্বকও ভালো থাকে।

48
গাছের গাতা, কাণ্ড, মূল থেকে তৈরি হয় এসেনশিয়াল অয়েলস, এর গন্ধেই দূরে চলে যায় মশা

এসেনশিয়াল অয়েলসে যে বিশেষ গন্ধ আছে, তার ফলেই মশা দূরে সরে যায় বলে মত বিশেষজ্ঞদের। বিশেষ সঙ্কেতের মাধ্যমে মানুষের সন্ধান পায় মশারা। এসেনশিয়াল অয়েলসের গন্ধ মশাদের সেই সঙ্কেতে বাধা দেয়।

58
এসেনশিয়াল অয়েলস শুধু ত্বকই নয়, পরিবেশের পক্ষেও ভালো বলে মত বিশেষজ্ঞদের

বিশেষজ্ঞদের মতে, এসেনশিয়াল অয়েলস প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয়। এর মধ্যে রাসায়নিক থাকে না। ফলে ত্বক যেমন ভালো থাকে, তেমনই পরিবেশও সুরক্ষিত থাকে।

68
লেমন গ্র্যাসের মাধ্যমে যে এসেনশিয়াল অয়েলস তৈরি হয়, তা অত্যন্ত উপকারী

এসেনশিয়াল অয়েলস তৈরি করার ক্ষেত্রে অন্যতম প্রধান উপাদান লেমন গ্র্যাস। এর গন্ধের কারণে মশা দূরে থাকে। স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারী লেমন গ্র্যাস।

78
মশার কামড়ের ফলে ত্বকে কোনও সমস্যা হলেও এসেনশিয়াল অয়েলস ব্যবহার করা যেতে পারে

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কিছু এসেনশিয়াল অয়েলসে টি ট্রি, ল্যাভেন্ডার থাকে। এগুলি ব্যবহার করলে মশার কামড়ের ফলে ত্বকের যে ক্ষতি হয়, তা পূরণ হয়ে যায়। ত্বক ভালো থাকে।

88
এসেনশিয়াল অয়েলস ত্বকের পক্ষে ভালো হলেও, সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

বিশেষজ্ঞদের মতে, এসেনশিয়াল অয়েলস সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। তাতে ত্বকের সমস্যা হতে পারে। নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে এসেনশিয়াল অয়েলস মিশিয়ে ব্যবহার করা উচিত।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos