একাধিক রোগ থেকে মুক্তি দেবে এই হোমিওপ্যাথি ওষুধ, জেনে নিন বেলেডোনা ওষুধের প্রয়োগ সম্পর্কে

হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ ওষুধ বেলেডোনা জ্বর, মাইগ্রেন, গলা ব্যথা, ত্বকের সমস্যা সহ একাধিক রোগের উপশম করে। তবে, এটি ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

হোমিওপ্যাথির ব্রক্ষ্মাস্ত্র হল বেলেডোনা। এই ওষুধ একাধিক রোগ থেকে মুক্তি দেয়। বিশেষ করে এই আবহে বেশ উপকারী বেলেডোনা। এই ওষুধে আছে অ্যালকালয়েড। যা স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে। এটি স্নায়ুতন্ত্র, ত্বক, শ্বাসতন্ত্র, রক্ত সঞ্চালনের জন্য গুরুত্বপূর্ণ। জ্বর, ব্যথা-র মতো সমস্যা থেকে মুক্তি দেয় বেলেডোনা। জেনে নিন কোন কোন রোগে এটি ব্যবহারযোগ্য।

জ্বর হলে খেতে পারেন। বিশেষ করে শিশুদের খাওয়ানো যায় এই ওষুধ। জ্বরে মুখ-চোখ লাল হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। এর থেকে মেলে উপসম।

Latest Videos

মাইগ্রেনের ব্যথার জন্য উপকারী বেলেডোনা। মাথায় তীক্ষ্ণ বা স্পন্দনশীল ব্যথা হলে খেতে পারেন বেলেডোনা।

গলা ব্যথা বা টনসিলের সমস্যার জন্য উপকারী বেলেডোনা। গলার ভিতরে লালচে ভাব এবং শুকনো ভাব অনুভূত হলে খেতে পারেন বেলেডোনা।

ত্বকের ফুসকুড়ি বা ফোস্কার মতো প্রদাহ থেকে মুক্তি দেয় বেলেডোনা।

তবে, এই ওষুধ খাওয়ার আগে ডাক্তারি পরামর্শ নিন। সঠিক মাপে না খেলে সমস্যা দেখা দিতে পারে। একটি বিষাক্ত উদ্ভিদের থেকে প্রস্তুত করা হয় এই ওষুধ। যা একাধিক রোগের নিরাময় করে থাকে। 

এমনই একাধিক হোমিওপ্যাথি ওষুধ আছে যা স্বাস্থ্যের জন্য উপকারী। দ্রুত নানান রোগ থেকে মুক্তি দিতে পারে। সারা বছর বাড়িতে রাখতে পারেন এমন হোমিওপ্যাথি ওষুধ। তালিকায় আছে আরও কটি ওষুধ। জেনে নিন।  

ক্যামোমিলা- ঘুমের জন্য দারুন ভাবে কাজ করে এই ওষুধ। 

অ্যাকোনাইট- জয়েন্টের ব্যথায় উপকারী এই ওষুধ। 

নাক্স ভোমিকা- খিদে কমে যাওয়ার মতো সমস্যা হলে খেতে পারেন এই ওষুধ। 

আরনিকা- ব্যথা কমাতে উপকারী আরনিকা।

 

 

 

Share this article
click me!

Latest Videos

Biswas Brothers-দের ধুয়ে যা বললেন Agnimitra Paul #shorts #agnimitrapaul #latestnews
'পশ্চিমবঙ্গের মুসলমানরা কেন চুপ?' | Sukanta Majumdar #shorts #sukantamajumdar #bangladeshcrisis
চেপে ধরলেন শুভেন্দু! Waqf Bill নিয়ে 'মিথ্যা' ভাষণ মমতার! পাল্টা শুভেন্দুর | Suvendu Adhikari
Bangladesh আবহে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী, দেখুন কী বলছেন Himanta Biswa Sarma
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh