
Health Tips: গত কয়েক দশকে চিকিৎসাব্যবস্থা ব্যাপক উন্নতি সাধন করেছে। এখন নিখুঁত রোগ নির্ণয়ের জন্য রয়েছে অনেক ধরণের পরীক্ষা। তবে চিকিৎসাবিজ্ঞানের যতই উন্নতি হোক, এখনও প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের জন্য ক্লিনিক্যাল আই-এর উপরই ভরসা রাখেন চিকিৎসকেরা। তারা রোগীর চোখ, জিভ, নখ দেখেই অনেক রোগ সম্পর্কে আন্দাজ করে নেন। তারপর টেস্ট দেন সেটা নিশ্চিত হতে।
এই প্রসঙ্গে ভারতীয় মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, গ্রাম-গঞ্জে যেখানে চিকিৎসা ব্যবস্থা খুব একটা উন্নত নয়, সেখানে রোগ নির্ণয়ের জন্য মূলত ক্লিনিক্যাল আই-এর উপরই ভরসা রাখেন চিকিৎসকেরা।
শুধু চিকিৎসকরা নন, সাধারণ মানুষও কিন্তু একটু সচেতন হলেই নিজের নখের অবস্থা দেখে রোগের উপস্থিতি সম্পর্কে ধারণা নিতে পারেন। কারণ, নানা রোগে নখের রং, আকৃতি-প্রকৃতির পরিবর্তন হয়।
জন্ডিসের মতো গুরুতর অসুখে আক্রান্ত হলে রক্তে বিলিরুবিনের মাত্রা অনেক বেড়ে যায়। এর প্রভাব পড়ে নখেও। ফলে নখ হলুদ হয়ে যায়। তাই যদি দেখেন, হঠাৎ করেই হাত-পায়ের সব নখ হলুদ হয়ে গেছে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
তবে নখ হলুদ হলেই জন্ডিস ভেবে আতঙ্কিত হবেন না। যারা নিয়মিত ধূমপান করেন, তাদেরও হাতের নখ হলুদ হয়ে যায়।
ডা: রুদ্রজিৎ পাল জানান রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগীদের রক্তে হিমোগ্লোবিনে মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকে। তার তারা দুর্বলতা, শ্বাসকষ্টসহ একাধিক সমস্যায় পড়েন।
হৃৎপিণ্ডের ইনফেকশনজনিত সমস্যার নাম ভাস্কুলাইটিস। এই রোগের অনেকগুলো লক্ষণের মধ্যে একটি হলো নখের তলায় ব্লিডিং। এর ফলে নখের তলায় রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়। তাই এমন লক্ষণ দেখা দিলে সময় ক্ষেপণ না করে চিকিৎসকের শরণাপন্ন হন।
নখের নিচে বাসা বাঁধতে পারে ভয়ংকর ক্যানসারও। যদি নখের নিচে কালো কালো স্পট তৈরি হয় এবং তা ধীরে ধীরে আকারে বাড়তে থাকে, তাহলে সাবধান হন।
সেইসঙ্গে সোরিয়াসের মতো ত্বকের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। এমনকি অল্প আঘাতেও ভেঙে যায় নখ। অনেক সময় নখ এবড়ো-থেবড়োও হয়ে যায়!
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।