হাঁটার পরেই কিছু খাবেন না
তেমনই সকালে অনেকে হাঁটতে যান। কিন্তু, হাঁটার পরেই কিছু খাবেন না। এতে ওজন বেড়ে যেতে পারে। বাড়ি ফিরে একটু বিশ্রাম নিন। তারপর উপকারী উপকারী কিছু খান। এই সময় মিষ্টি পানীয় বা ভাজা খাবার খেলে ওজন কমার বদলে বেড়ে যাবে।
ঠান্ডা বা গরম কিছু খাবেন না
হাঁটার ফলে শরীরে রক্তচলাল বাড়ে। তাই হাঁটার পর খুব ঠান্ডা বা গরম কিছু খাবেন না। এই সময় শরীরে তাপমাত্রার হেরফের হয়। তাই ঠান্ডা বা গরম কিছু খেলে শরীর খারাপ হয়ে যেতে পারে।