দূষিত জলে নাক-মুখ ধোয়াও বিপজ্জনক? অ্যামিবাকে 'মস্তিষ্ক' খাওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছেন আপনিই!

Published : Jun 06, 2025, 04:48 PM IST
Zaire ebola virus symptoms

সংক্ষিপ্ত

Naegleria Fowleri Virus: দূষিত জল পান না করলেও তাতে লুকিয়ে রয়েছে মৃত্যুঝুঁকি। নোংরা জল দিয়ে হাতমুখ ধুলেই ঘটতে পারে প্রাণ সংশয়। কিন্তু কীভাবে? বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন..

Naegleria Fowleri Virus: পান করা ছাড়াও দৈনন্দিন বিভিন্ন কাজে আমাদের জল লাগেই। তবে যদি সেই জল হয় দূষিত বা জীবাণুযুক্ত, তাহলে তা থেকে হতে পারে মারাত্মক প্রাণঘাতী। সম্প্রতি আমেরিকার টেক্সাসে ঘটে যাওয়া এক ঘটনা ফের একবার আমাদের সচেতন করে দিল। সেখানে মাত্র মুখ ধোওয়ার সময় নাকে জল ঢুকে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ— নায়েগলেরিয়া ফোলেরি (Naegleria fowleri) নামক একটি প্রাণঘাতী অ্যামিবা, যা মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে তা ধ্বংস করে দেয়।

কী ঘটেছিল ওই মহিলার সঙ্গে?

আমেরিকার টেক্সাসের একটি ক্যাম্পগ্রাউন্ডে আরভি (ভ্রাম্যমান বাড়ি)-তে থাকতেন ৭১ বছরের এক বৃদ্ধা। কিছুদিন আগে তিনি ওই ক্যাম্পের জল দিয়ে নাক ধুয়েছিলেন। এই সময়ই তাঁর শরীরে ঢুকে পড়ে নায়েগলেরিয়া ফোলেরি (Naegleria Fowleri)। এটি এক ধরনের অ্যামিবা, যা শরীরে একবার ঢুকতে পারলে মস্তিষ্ক খেয়ে ফেলে।

অ্যামিবা শরীরে প্রবেশ করার পর থেকেই স্নায়ু সংক্রান্ত নানা সমস্যা দেখা যায় ওই মহিলার। ৪ দিনের মধ্যে জ্বর, মাথা ব্যথা, এমনকী মানসিক ভুলভ্রান্তি হতে শুরু করে। চিকিৎসককে দেখিয়েও বিশেষ লাভ হয়নি। এরপরেই ওই মহিলার খিঁচুনি শুরু হয়। ৮ দিনের মধ্যে তাঁর মৃত্যু হয়। সিডিসি পরীক্ষা করে আরভি-র জলের ব্যবস্থায় অ্যামিবার উপস্থিতি না পেলেও, জল যে পরিষ্কার ছিল না, তা উল্লেখ করা হয়েছিল।

নায়েগলেরিয়া ফোলেরি – কী এই মারাত্মক অ্যামিবা?

নায়েগলেরিয়া ফোলেরি একটি বিরল কিন্তু ভয়ংকর অ্যামিবা, যা সাধারণত অপরিষ্কার ও স্থির জলে পাওয়া যায়। এই ধরণের জলের সংস্পর্শে আসলেই শরীরে ঢুকে যেতে পারে এই অ্যামিবা। এর জন্য দূষিত জল পান না করলেও, শুধুমাত্র নাক মুখের সংস্পর্শে আসলেই আপনার শরীর থেকে মস্তিষ্কে ঢুকে যেতে পারে জীবানু। ধীরে ধীরে কুঁড়ে কুঁড়ে খেয়ে ফেলে আপনার মস্তিষ্ককে। এর কারণে যে অসুখ হয়, সেটাকে বলে Primary Amoebic Meningoencephalitis (PAM)।

কীভাবে সতর্ক থাকা যায়?

* অপরিষ্কার জল দিয়ে নাক-মুখ ধোয়া এড়িয়ে চলুন।

* ঝিল, হট স্প্রিং বা অনিরাপদ জলাশয়ে সাঁতার না কাটাই ভালো।

* জল ফুটিয়ে ব্যবহার করুন যতটা সম্ভব।

* নাকে সরাসরি জল প্রবেশ বন্ধ রাখুন, বিশেষত নাক পরিষ্কারের সময়।

* অনেকদিন বন্ধ রয়েছে এমন জায়গা পরিষ্কার না করে সেখানকার জল ব্যবহার করবেন না

উল্লেখ্য, নায়েগলেরিয়া ফোলেরি সংক্রমণ বিরল হলেও অত্যন্ত মারাত্মক এবং প্রায় শতভাগ ক্ষেত্রে প্রাণঘাতী। তাই যেকোনও জায়গা থেকে অপরিষ্কার জল ব্যবহারের আগে সচেতন হওয়ার জরুরি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

৬০ সেকেন্ডের কম সময়ে মেজাজ হবে ভালো, রইল টিপস
ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন? নিয়মিত এই যোগাসনগুলো করলে মিলবে আরাম, জেনে নিন কী কী