হোম লোনের ক্ষেত্রে নয়া চমক এসবিআই-এর, জেনে নিন নতুন নিয়মগুলি

  • এসবিআই গ্রাহকদের জন্য সুখবর
  •  হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৮.১৯ শতাংশ থেকে কমিয়ে ৭.৯ শতাংশ করা হয়েছে
  • ১০ হাজারের বেশি টাকা তুললে ওটিপি দিয়ে  টাকা তুলতে হবে
  • ম্যাগনেটিক চিপ কার্ডের বদলে ইএমভি চিপ বেসড এসবিআই কার্ড চালু হবে

Riya Das | Published : Jan 7, 2020 4:33 AM IST / Updated: Jan 13 2020, 04:50 PM IST

নতুন বছর পড়তে না পড়তেই এসবিআই গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একগুচ্ছ নতুন  নিয়ম।  এক কথায় সুখবর বললেও কম বলা হবে। গ্রাহকদের কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম চালু করেছে  এসবিআই। অনেকের এসবিআই-তে অ্যাকাউন্ট রয়েছে। তাহলে আর দেরি না করে জেনে নিন নয়া নিয়মগুলি।

আরও পড়ুন-সাবধান, হোয়াটসঅ্যাপের এই ম্যাসেজে ক্লিক করলেই বিপদ...

এসবিআই হোম লোনের ক্ষেত্রে দারুণ সুযোগ এনে দিয়েছে গ্রাহকদের।  হোমলোনের ক্ষেত্রে সুদের হার ৮.১৯ শতাংশ থেকে কমিয়ে ৭.৯ শতাংশ করা হয়েছে। 

এটিপি প্রতারণা থেকে গ্রাহকদের বাঁচানোর জন্যও কড়া পদক্ষেপ নিয়েছে এসবিআই। ১০ হাজারের বেশি টাকা তুললে ওটিপি দিয়ে  টাকা তুলতে হবে। ইতিমধ্যেই যা চালু হয়ে গেছে দেশজুড়ে।

বিএইচআইএম আধার মার্চেন্ট অ্যাপ এবং বিএইচআইএম আধার অন বোর্ড অ্যাপ। এই দুই নয়া অ্যাপের ফলে খুব সহজেই ক্রেডিট ও ডেবিট কার্ড লেনদেন করা যাবে।

আরও পড়ুন-আসবাবপত্রের যত্নে অলিভ অয়েল, কীভাবে করবেন জেনে নিন...

এর অ্যাপের ফলে কার্ড ছাড়াই সহজে লেনদেন করতে পারবেন গ্রাহকরা।

এই সুবিধার জন্য নিজের ফোনে বিএইচআইএম আধার মার্চেন্ট অ্যাপ ডাউনলোড করে নিলেই মুশকিল আসান।  কেনাকাটা থেকে সমস্ত ধরনের লেনদেনও আপনি করতে পারবেন।

ম্যাগনেটিক চিপ কার্ডের বদলে ইএমভি চিপ বেসড এসবিআই কার্ড চালু হবে।


 

Share this article
click me!