World wide web day 2022: জেনে নিন কেন পালিত হয় দিনটি, রইল নেপথ্যের কাহিনি

এক ক্লিকে মিলছে সকল অজানা তথ্য। ইন্টারনেটের দৌলতে সকলেরই জীবনের চলার পথ হয়েছে সহজ। আজ উদযাপন হচ্ছে সেই বিশেষ দিন। পালিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন যা ওয়েব ব্রাউজিং, অনলাইন কর্যকলাপ যা সমগ্র বিশ্বকে নখদর্পনে নিয়ে আসে সঙ্গে বৃদ্ধি করে জ্ঞানের ভান্ডার। 

ইন্টারনেটের দৌলতে সকলের হাতের মুঠোয় এখন দুনিয়া। এক ক্লিকে মিলছে সকল অজানা তথ্য। ইন্টারনেটের দৌলতে সকলেরই জীবনের চলার পথ হয়েছে সহজ। আজ উদযাপন হচ্ছে সেই বিশেষ দিন। পালিত হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন যা ওয়েব ব্রাউজিং, অনলাইন কর্যকলাপ যা সমগ্র বিশ্বকে নখদর্পনে নিয়ে আসে সঙ্গে বৃদ্ধি করে জ্ঞানের ভান্ডার। 

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। প্রতিদিন অনলাইনে যে কাজগুলো হচ্ছে তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ওপর নির্ভর করে। আর সেই বিশেষ ব্যবস্থাকে সম্মান জানানোর দিন। প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে পালিত হয় ১ অগস্ট। ১৯৮৯ সালে টিম বার্নার্স লি দ্বারা তৈরি হয়েছিল এই তথ্য প্রয়ুক্তি কৌশল। তারপর ১৯৯২ সালের প্রথম দিকে সেটআপনটি প্রকাশ পায়। অন্যান্য দুর্দান্ত প্রযুক্তির মতো এটিও ছিল একটি। আজ সেই বিশেষ ব্যবস্থাকে সম্মান জানাচ্ছে সারা বিশ্ব। 

Latest Videos

সে যাই হোক, প্রায়শই পালিত হয় বিশেষ বিশেষ দিন। ৩০ জুলাই ছিল বিশ্ব বন্ধুত্ব দিবস। ১৯৫৮ সালে ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ ক্রুসেড, একটি আন্তর্জাতিক বেসামরিক সংস্থা যা বন্ধুত্বের মাধ্যমে শান্তির সংস্কৃতি গড়ে তোলার প্রচার চালিয়েছিল। এরাই প্রথম প্রস্তাব রাখে। শেষে ২০১১ সালে ৩০ জুলাই দিনটি বন্ধুত্বের দিন হিসেবে গৃহীত হয়। তার আগে ২৮ জুলাই পালিত হয়েছে হেপাটাইটিস ডে। হেপাটাইটিসের মতো মারাত্মক জটিলতা প্রতিরোধের প্রসঙ্গে সলেতনতা বৃদ্ধির জন্য নির্দিষ্ট করা হয়েছে। লিভার মানবদেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। হেপাটাইটিস লিভারের সমস্যা বৃদ্ধি করে। এই রোগ হেপাটাইটিস A, B, C, D, E এই কয়টি ভাগে বিভক্ত। প্রতি বছর এই রোগ প্রসঙ্গে সাধারণকে সচেতন করতেই পালিত হয় World Hepatitis Day। 

তেমনই আজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে ছাড়া পালিত হচ্ছে, স্তন্যপান সপ্তাহ বা World Breastfeeding Week। প্রতি বছর ১ থেকে ৭ অগস্ট পালিত হয় এই বিশ্ব স্তন্যপান সপ্তাহ। শিশুর বিকাশের জন্য ব্রেস্টফিডিং করানো কতটা প্রয়োজন সে সম্পর্কে সচেতন করতে পালিত হয় এই সপ্তাহ। এটি একটি বিশ্ব ব্যাপী প্রচারাভিযান। যার লক্ষ্য হল এই মাতৃদুগ্ধ প্রসঙ্গে সচেতনতা প্রচার করা। এমনই প্রায়শই পালিত হয় কোনও না কোনও বিশেষ দিন। বিশেষ ব্যক্তিকে সম্মান জানাতে ও বিশেষ কোনও সচেতনতা বৃদ্ধি পালিত হয় এমন সকল দিন।   
 
আরও পড়ুন- চুলের যত্নে মেনে চলুন এই পাঁচ বিশেষ টিপস, মুক্তি মিলবে Dry Hair-র সমস্যা থেকে

আরও পড়ুন- মাসের পয়লা তারিখেই সুখবর দিয়ে ৩৬ টাকা দাম কমলো গ্যাসের

আরও পড়ুন- World Breastfeeding Week: জেনে নিন কেন পালিত হচ্ছে এই বিশেষ সপ্তাহ, রইল তাৎপর্য 
 
 

 

Share this article
click me!

Latest Videos

Daily Rashifal: বুধবারে কেমন থাকবে অর্থনৈতিক অবস্থা, দেখে নিন ১২ রাশির আজকের আর্থিক রাশিফল
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar
জঙ্গি গ্রেফতারের ২ দিন পরও আতঙ্কে ক্যানিংবাসী, দেখুন কী বলছেন স্থানীয়রা | Canning News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News