এই সময় চুল পড়া থেকে খুশকির মতো সমস্যা দেখা দেয়। এর সঙ্গে আছে অকালপক্কতার মতো সমস্যা। চুল পড়ার নিয়ে সব থেকে বেশি সমস্যা চলতে থাকে। তার সঙ্গে উপড়ি পাওনা হল শুষ্ক চুল। বছর ভর শুষ্ক চুলের সমস্যায় নাজেহাল অবস্থা হয় অনেকের। এই সমস্যা সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই পাঁচটি টোটকা।
বর্ষা মানে চুলের সমস্যায় জড়জড়িত প্রায় সকলে। এই সময় চুল পড়া থেকে খুশকির মতো সমস্যা দেখা দেয়। এর সঙ্গে আছে অকালপক্কতার মতো সমস্যা। চুল পড়ার নিয়ে সব থেকে বেশি সমস্যা চলতে থাকে। তার সঙ্গে উপড়ি পাওনা হল শুষ্ক চুল। বছর ভর শুষ্ক চুলের সমস্যায় নাজেহাল অবস্থা হয় অনেকের। এই সমস্যা সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই পাঁচটি টোটকা।
প্রথমত, গরম জলে স্নান করবেন না। যাদের চুল শুষ্ক তারা ভুলও গরম জলে স্নান করবেন না। এতে চুল ও মাথার ত্বকের ক্ষত হতে পারে। উষ্ণ জলে স্নান করলে চুল আরও রুক্ষ্ম হয়ে যায়। এবার থেকে মেনে চলুন এই বিশেষ টোটকা।
যাদের শুষ্ক চুল তারা অবশ্যই সঠিক প্রোডাক্ট ব্যবহার করুন। চুল ভালো রাখতে ও চুল পড়া বন্ধ করতে অবশ্যই প্রয়োজন সঠিক প্রোডাক্ট। তেমনই ব্যবহার করুন ময়েশ্চার যুক্ত প্রোডাক্ট। মিলবে উপকার।
যাদের চুল নিয়ে এমন সমস্যা চলতে থাকে তারা চুলে স্টাইলিং কম করুন। এই স্টাইলিং করার সময় যে সকল পণ্য ব্যবহার করা হয় এবং হিট দেওয়ার কারণে চুল রুক্ষ্ম হয়ে যায়। তাই চুল সুন্দর রাখতে চাইলে যতটা পারবেন কম ব্যবহার করুন এমন পণ্য।
অনেকে শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে চান না। এই ভুল আর নয়। এতে চুল আরও শুষ্ক হয়ে যায়। চুলে শ্যাম্পু দিলে অনেকের চুলে শুষ্ক ভাব দেখা দেয়। তাই এরপর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। তা না হলে সমস্যা আরও বেড়ে যাবে।
তেমনই নির্দিষ্ট সময় অন্তর হেয়ার কাট করুন। ডগা চেরার সমস্যা থেকে শুষ্ক চুলের সমস্যা- সকল সমস্যা থেকে মুক্তি পেতে নির্দিষ্ট সময় অন্তত চুল কাটুন। তেমনই, চুল মোছার সময় বিশেষ গুরুত্ব দিন। নরম তোয়ালে ব্যবহার করুন। আর অবশ্যই আস্তে আস্তে চুল মুছবেন। তা না হলে চুলের রুক্ষ্ম ভাব আরও বেড়ে যাবে। এর সঙ্গে ব্যবহার করুন ঘরোয়া টোটকা। নিয়মিত তেল ম্যাসাজ করুন। এতে চুল নরম হবে। তেমনই ব্যবহার করতে পারেন দই ও ডিমের প্যাক। অথবা মাখতে পারেন আমলকির প্যাক। এমন একাধিক টোটকা আছে চুলের সমস্যা সমাধানে। সমস্যা বুঝে বেছে নিন সঠিক পণ্য।
আরও পড়ুন- মাসের পয়লা তারিখেই সুখবর দিয়ে ৩৬ টাকা দাম কমলো গ্যাসের
আরও পড়ুন- World Breastfeeding Week: জেনে নিন কেন পালিত হচ্ছে এই বিশেষ সপ্তাহ, রইল তাৎপর্য
আরও পড়ুন- সপ্তাহের শুরুতে ব্যাপক পতন, কোথায় ঠেকল সোনা-রূপোর দর, জানুন কলকাতার দর