হাঁচি পেলে আপনিও এমন করেন, এর ফলে হতে পারে মৃত্যুও

  • ঘুম ভাঙ্গলেই শুরু হয়ে যায় অনর্গল হাঁচি
  • অনেকেই ছোটবেলা থেকে ভুগছেন সর্দি-কাশির সমস্যায়
  • এই সমস্যার জন্য প্রয়োজন সাইট্রাস জাতীয় ফল
  • জোর করে হাঁচি চাপলে হতে পারে মারাত্মক সমস্যা

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের ঘুম ভাঙ্গলেই শুরু হয়ে যায় অনর্গল হাঁচি। আবার অনেকেই আছেন যারা ছোটবেলা থেকে ভুগছেন সর্দি-কাশির সমস্যায়। শুধু সর্দি কাশি নয় তার পাশাপাশি রয়েছে নাকের ভেতর ও মাথার যন্ত্রণার মত সমস্যাও। তাই ঠান্ডা লাগার এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত সাইট্রাস জাতীয় ফল পাতে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। লেবু, কমলা, জাম্বুরা ও আঙ্গুর ফল এমন হাঁচির সমস্যা থেকে মুক্তি দিতে পারে। প্রয়োজনে হারবাল চায়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে পান করলে সুফল পাবেন। 

আরও পড়ুন- করোনা ভাইরাসের বাহক মানবদেহ, নিশ্চিত করল চিন

Latest Videos

মার্কিন এক স্বাস্থ্য সংক্রান্ত গবেষনাপত্র থেকে জানা গিয়েছে, হাঁচির গতিবেগ ঘণ্টায় ১০০ মাইল বা প্রায় ১৬১ কিলোমিটার। অফিসে বা কোনও জরুরি মিটিং-এ হাঁচি শুরু হলে আমরা অনেকেই তা থামিয়ে দেই। এটি অত্যন্ত ক্ষতিকর। হাঁচি কখনোই চাপতে যাবেন না এর ফলে হতে পারে মারাত্মক সমস্যা। বিশেষজ্ঞদের মতে, হাঁচি চাপলে তা মারাত্মক চাপ সৃষ্টি করে শরীরের রক্ত সঞ্চালনের উপর, শ্বাসনালির উপর এবং হার্টের উপরও। মার্কিন চিকিত্সা বিজ্ঞানী মাইকেল বেনিঞ্জার এই বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছেন, মানব দেহের বহির্মুখী এই চাপকে জোর করে চাপিয়ে দিলে শরীরের ভিতরে তা মারাত্মক প্রভাব সৃষ্টি করে। তাঁর মতে,  জোর করে হাঁচি চাপলে কানের পর্দা অবধি ফেটে যেতে পারে। এমনকী কোমরে ব্যথা বা মুখের স্নায়ু ক্ষতিগ্রস্থ হতে পারে। 

আরও পড়ুন- একে দেখে অনেকেই বহুরূপী মানুষ ভাবেন, চিনে নিন এই দৈত্যাকার পাখিটিকে

জোর করে হাঁচি চাপলে শরীরের ভিতরে পাঁজর ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পেশিতে টান লাগতে পারে। বেনিঞ্জার আরও জানিয়েছেন, জোর করে হাঁচি চাপলে ফুসফুসে মারাত্মক চাপ তৈরি হয়। এর ফলে হার্ট ও ফুসফুসের মধ্যে যে বায়ুর বিনিময় হয় সেই প্রক্রিয়াও বাধাপ্রাপ্ত হয়। শরীরে এমন পরিস্থিতি যদি মারাত্মক হলে মৃত্যু অবধি ঘটতে পারে। তাই হাঁচি চাপা মানে নিঃশব্দে নিজের বিপদ ডেকে আনা।

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News