মুখের দাগ ছোপ নিয়ে চিন্তিত, মেনে চলুন অব্যর্থ এই ঘরোয়া টোটকা

  • প্রকৃত সৌন্দর্যের জন্য প্রয়োজন দুটি জিনিস
  • একটি নিঁখুত ত্বক অপরটি হল সুন্দর চুল
  • মুখের সৌন্দর্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের
  • ঘরোয়া কিছু সহজ উপায়েই ত্বকের কালো ছোপ দূর করা যায়

প্রকৃত সৌন্দর্যের জন্য প্রয়োজন দুটি জিনিস। একটি নিঁখুত ত্বক অপরটি হল সুন্দর চুল। চুলের সমস্যা থাকলে তা অনেক উপায়ে ব্যবস্থা করা যায়, কিন্তু মুখের সৌন্দর্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ত্বকের অযাচিত দাগ ছোপ ত্বকের সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায়। এই দাগ-ছোপের সমস্যায় অনেকেই ভোগেন। এর জন্য পার্লারে লেজার ট্রিটমেন্টের মত ব্যয়বহুল চিকিৎসাও করান, তবে নিঁখুত সুন্দর ত্বক পেতে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় কাটিয়ে কাজে লাগান ঘরোয়া পদ্ধতি। ঘরোয়া কিছু সহজ উপায়েই ত্বকের কালো ছোপ দূর করা যায়। জেনে নেওয়া যাক সেই উপায়গুলি-

আরও পড়ুন- শীতকালে রুক্ষ ত্বকের সমস্যা, ত্বককে করে তুলুন সতেজ ও উজ্জ্বল সহজেই

Latest Videos

ত্বকের কালো জেদি দাগ দূর করতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি-

অ্যালোভেরা জেল ও আলুর পেষ্ট নিয়মিত মুখে লাগাতে পারেন। 
ত্বকে কালো দাগের সমস্যা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কোনও প্রোডাক্ট ব্যবহার করুন। 
পাঁকা পেঁপে, মধু ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে তা ব্যবহার করুন, এটি ত্বকের দাগ কমাতে দারুন ভাবে কাজ দেয়। 
কমলা লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে রাখুন, সারা বছর সেটি ব্যবহার করতে পারবেন। দুধের সঙ্গে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন। এই উপায়ে দ্রুত ফল পাবেন। 
গুঁড়ো দুধ ও গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ব মিনিট পর ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। তফাৎটা নিজেই বুঝতে পারবেন। 
চিনি ও পাতি লেবুর রস নিয়মিত স্নানের আগে ব্যবহার করতে পারেন। লেবুতে থাকা অ্যাসিড ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে।

আরও পড়ুন- কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

ব্রণর জেদি দাগ দূর করতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি-

রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন, সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন। এতে ব্রণর জেদি দাগ থেকে সহজেই মুক্তি পাবেন।
ত্বকে মধুর ব্যবহারে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে, প্রতিদিন দাগের উপরে মধু লাগাতে পারেন। এতে দাগ ধীরে ধীরে হালকা হবে আসবে। 
ব্রণর ফলে ত্বকে যদি দাগের পরিমান খুব বেশি হয়, সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।
পাকা কলার পেস্ট ত্বকের জেদি দাগ দূর করতে খুব কার্যকর। সে ক্ষেত্রে পাকা কলা চটকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন।
ব্রণর জেদি দাগ দূর করতে দারুন কাজ দেয় টমেটো। টমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন।
ত্বকের জেল্লা ও দাগ দূর করার জন্য কাঁচা হলুদের পেস্ট ও মধুর মিশ্রণও ব্যবহার করতে পারেন।
চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে নিন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, খুব দ্রুত উপকার পাবেন। 

Share this article
click me!

Latest Videos

ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু