আসবাবপত্রের যত্নে অলিভ অয়েল, কীভাবে করবেন জেনে নিন

  • কিচেন ক্যাবিনেট পরিস্কার করতে  অলিভ অয়েল দারুণ কাজ করে
  • কাঠের জিনিস পরিস্কার করতে অলিভ অয়েল দারুণ কার্যকরী
  • বেতের জিনিস পরিস্কার করতে ম্যাজিকের মতোন কাজ করে অলিভ অয়েল
  • লেদারের চেয়ার চকচকে রাখতে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার

অলিভ অয়েলের স্বাস্থ্যকর গুনের কথা  আমরা প্রত্যকেই জানি। রান্নাঘরে পরিচিত এই অলিভ অয়েল।শরীর ঠিক রাখতেও চিকিৎসকরা এই অলিভ অয়েল খাওয়ার পরামর্শ দেন। অলিভ অয়েস শুধু শরীর ভাল রাখতেই নয়, শরীরের পরিচর্যাতেও ব্যবহৃত হয় এই তেল। এছাড়াও এর বিশেষ গুণ রয়েছে। ঘরের আসবাবপত্রের যত্নেও জুড়ি মেলা ভার এই অলিভ অয়েলের। গৃহস্থালীর কোন কোন কাজে অলিভ অয়েল ব্যবহার করা যায়, জেনে নিন।

আরও পড়ুন-শুকনো লঙ্কার এই টোটকাতেই দূর হবে জটিল সমস্যা, আজই ট্রাই করুন...

Latest Videos

কাঠের জিনিস পরিস্কার করতে

কাঠের তৈরি যে কোনও জিনিস পরিস্কার করতে যদি তেল ব্যবহার করা হয় তা আরও বেশি চকচকে হয়। কিন্তু তেল দিয়ে পরিস্কার করলে তা চিটচিটে হয়ে যায়। কিন্তু অলিভ অয়েলের সঙ্গে ভিনিগার মিশিয়ে যদি পরিস্কার করা হয় তাহলে সেই সমস্যা আর থাকে না। তার বদলে আসবাবপত্র আরও বেশি চকচকে হয়।

কড়াইয়ের দাগ পরিস্কার করতে

কড়াইয়ের দাগ পরিস্কার করা নিয়ে রীতিমতো নাজেহাল আমরা প্রত্যেকেই। রান্না করার সময় কড়াই পুড়ে গেলে তার দাগ তুলতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই। এক্ষেত্রে অলিভ অয়েল খুবই কার্যকরী। অলিভ অয়েলের সঙ্গে সি সল্ট দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে কড়াই মেজে নিন। দেখবেন কড়াই নতুনের মতো হয়ে গেছে।

আরও পড়ুন-জিওর নয়া চমক, এবার মাত্র ৫ টাকায় মিলবে অতিরিক্ত ২ জিবি ডেটা...

বেতের জিনিস পরিস্কার করতে

বেতের আসবাবপক্ষ খুবই সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হয়। বছরের পর বছর ব্যবহার করতে করতে বেতের উপর প্রলেপ পড়ে যায়। সেই ময়লা পরিস্কার করতে ম্যাজিকের মতোন কাজ করে অলিভ অয়েল। একটি পাত্রে অলিভ অয়েল নিয়ে সুতির কাপড় দিয়ে বেতের আসবাবপত্রগুলি মুছে নিন। তারপর কিছুক্ষণ পরেই দেখবেন বেতের আসবাবপত্রগুলি কেমন চকচকে হয়ে গেছে।

লেদারের চেয়ার চকচক করতে

লেদারের চেয়ার চকচকে রাখতে অলিভ অয়েলের জুড়ি মেলা ভার।  দীর্ঘদিন ধরে লেদার ব্যবহার করতে করতে তার জৌলুস হারিয়ে যায়। পুরোনো জৌলুস ফিরিয়ে আনতে অলিভ অয়েল ভীষণ কার্যকরী। কয়েক ফোটা অলিভ অয়েল চেয়ারের উপর দিয়ে একটা কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন চেয়ার একদম নতুনের মতোন হয়ে গেছে। শুধু লেদারের চেয়ারই নয়, লেদারের তৈরি যে কোনও জিনিস যেমন ব্যাগ, জুতো অনায়াসে পরিস্কার করা যেতে পারে।

কিচেন ক্যাবিনেট পরিস্কার করতে

কিচেন ক্যাবিনেট পরিস্কার করতে  অলিভ অয়েল দারুণ কাজ করে।  লেবু ও অলিভ অয়েল  মিশিয়ে নিয়ে কটন কাপড় দিয়ে ক্যাবিনেটগুলি মুছে নিন। দেখবেন নতুনের মতো চকচক করছে।


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন Suvendu Adhikari
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র