তথ্য রইল মেকআপ ব্লেন্ডার নিয়ে। জেনে নিন, মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ কীভাবে পরিষ্কার করবেন। এটি নিয়মিত পরিষ্কার না করলে এর থেকে ত্বকের নানা রকম সংক্রমণ হতে পারে। ব্রণ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে নিয়মিত মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ পরিষ্কার করুন।
ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ও ত্বকের খুঁত ঢাকতে মেকআপের ওপর ভরসা করে থাকি সকলে। কনসিলারের সাহায্যে দূর করি ত্বকের কালো দাগ, তারপর ব্যবহার করে থাকি কারেক্টর। আর বেস মেকআপে সব থেকে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন। অনেকে শুধু ফাউন্ডেশন ব্যবহার করেও বেস মেকআপ করে থাকে। ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ত্বকের জন্য উপযুক্ত প্রোডাক্ট কিনে থাকি সকলে। সঙ্গে কিনি মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ। এর সাহায্যেই সঠিক ভাবে নিজের ত্বকের সৌন্দর্য ফুটিয়ে তোলেন সকলে। তবে, বাজার চলতি নানা রকম প্রোডাক্ট কিনেও থাকি। কিন্তু, শুধু কিনলেই হল না। তার সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। আজ তথ্য রইল মেকআপ ব্লেন্ডার নিয়ে। জেনে নিন, মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ কীভাবে পরিষ্কার করবেন। এটি নিয়মিত পরিষ্কার না করলে এর থেকে ত্বকের নানা রকম সংক্রমণ হতে পারে। ব্রণ, চুলকানির মতো সমস্যা দেখা দেয়। এর থেকে মুক্তি পেতে নিয়মিত মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ পরিষ্কার করুন।
মাইক্রোওভেনে মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ পরিষ্কার করা যায়। মাইক্রোওভেন প্রুফ একটি পাত্র নিন। তাতে জল ও সামান্য সাবান কিংবা শ্যাম্পু মেশান। এবার মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ এজে ডুবিয়ে রাখুন। পাত্রটি মাইক্রোওভেনে রেখে ১৫ থেকে ৩০ সেকেন্ড ঘুরিয়ে নিন। বের করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন। সহজে দূর হবে মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জে লেগে থাকা মেকআপ।
নারকেল তেল দিয়ে মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ পরিষ্কার করতে পারেন। প্রথমে একটি পাত্রে জল নিয়ে তাতে বিউটি ব্লেন্ডার ভিজিয়ে নিন। এবার অতিরিক্ত জল ছেঁকে নিন। মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জে তেল লাগান। ঘষতে থাকুন। এবার গরম জল জুবিয়ে দিন মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জগুলো। এতে মুহূর্তে দূর হবে মেকআপ স্পঞ্জে লেগে থাকা মেকআপ প্রোডাক্ট।
অলিভ অয়েলের সাহায্যে মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ পরিষ্কার করা যায়। হাতের তালুতে অল্প পরিমাণ অলিভ অয়েল নিন। তা এই মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জের গায়ে মাখান। ঘষে ঘষে ময়লা পরিষ্কার করার চেষ্টা করুন। এবার জলে ধুয়ে নিন। তেমন হলে গরম জল ব্যবহার করতে পারেন মেকআপ ব্লেন্ডার বা মেকআপ স্পঞ্জ ধোয়ার জন্য। এতে সহজে মেকআপ কিট পরিষ্কার হয়ে যাবে।
ক্লিনজার সকলের বাড়িতেই থাকে। ক্লিনজারের সাহায্যেও মেকআপের স্পঞ্জ পরিষ্কার করা যায়। স্পঞ্জের গায়ে ক্লিনজার লাগিয়ে নিন। এবার তা জলে ঘষে ঘষে ধুয়ে নিন। এতে সহজে স্পঞ্জের গায়ে লেগে থাকে মেকআপ দূর হবে।
আরও পড়ুন- ১৬১ তম জন্মবার্ষিকীতে আজও প্রাসঙ্গিক তিনি, ২৫ শে বৈশাখে ফিরে দেখা কবির যাত্রা
আরও পড়ুন- বাড়ছে হেপাটাইটিস রোগের প্রকোপ, জেনে নিন রোগের লক্ষণ, রইল মুক্তির উপায়