বর্ষায় চুল শুকনো বেশ সমস্য়ার বিষয়। বিশেষ করে চুলের গোড়া ভিজে অবস্থায় যদি বাড়ির বাইরে বেরোন, তা হলে চুলের আরও বারোটা বাজে। ভিজে গোড়ার সঙ্গে ঘাম মিশলে চুল আরও খারাপ হয়। চুলের গোড়া ভিজে থাকলে চুল উঠে যাওয়ার প্রবণতাও বাড়ে। গোড়ায় ময়লা জমে খুশকির সমস্যাও হতে পারে। তাই চুল শুকনোটা খুবই জরুরি।
আরও পড়ুনঃ বৃ্ষ্টিতে ভিজলে চুলের ক্ষতি হয়! জেনে নিন কী করবেন, কী করবেন না
ভিজে চুল শুকোতে তাই অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। কিন্তু এতে চুলে আরও ক্ষতি হতে পারে। তাই রইল হেয়ার ড্রায়ার ছাড়া চুল শুকনোর কয়েকটি উপায়-
১) চুল ভিজে অবস্থায় আঁচড়ানোর আগে সিরাম লাগান। এতে তুলে জট ছাড়াবে। চুলের মধ্যে হাওয়া যাতায়াত করতে পারবে। ফলে চুল শুকোবে তাড়াতাড়ি।
২) গামছা বা তোয়ালে দিয়ে জোরে চুল ঝাড়বেন না। কিছুক্ষণ শুকনো কাপড় পেঁচিয়ে রাখুন। এতে চুলের জল অনেকটাই শুকিয়ে যাবে।
৩) চুলের কিছু অংশ, বিশেষ করে গোড়া শুকোলে বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে ফ্যানের তলায় বসুন। এতে বাকি চুলও তাড়াতাড়ি শুকোবে। আস্তে চুল আঁচড়াবেন।
৪) সময় লাগলেও চেষ্টা করুন প্রাকৃতিক হাওয়া বা পাখার হাওয়ায় চুল শুকনোর। কোনও টেবিল ফ্যান থাকলে তার সামনে চুল শুকোন।
৫) চুল ভেজানোর পরে চেষ্টা করবেন যাতে গোড়া আগে শুকোয়ে। পাখার তলায় বসে তাই আগে চুলের গোড়া শুকিয়ে নিন।
৬) অনেকেই মোটা টাওয়েল দিয়ে চুল মোছেন। এতেও চুলের ক্ষতি হয়। চুলের ডগা ফাটে । তাই পাতলা কাপড় দিয়ে মাথা মুছুন।