বাড়িতে বানান কাজল! চোখ রাখুন সুন্দর সতেজ

  • কাজল দিলেই সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়
  • প্রসাধনীর মধ্য়ে এটিই সেরা 
  • কিন্তু বাজারের কাজলে অনেক রাসায়নিক থাকে
  • তাই বাড়িতেই বানান কাজল

swaralipi dasgupta | Published : Jun 11, 2019 1:44 PM IST

চোখে কাজল দিলে সৌন্দর্য যে কয়েক গুণ বেড়ে যায়, তা বলাই বাহুল্য। মেক আ প্রসঙ্গে এই প্রসাধনীর নামই সবার আগে উঠে আসে। কাজলের জায়গা মেক আপে কোনও প্রসাধনীই নিতে পারেনি। 

তবে বাজারে যে সব কাজল কিনতে পাওয়া যায় তার মধ্যে এমন কিছু রাসায়নিক ব্যবহার করা হয় যা মোটেই ত্বকের পক্ষে ভাল নয়। কিন্তু জানেন কি চাইলেই আপনি বাড়িতেই কাজল বানিয়ে ফেলতে পারবেন। জেনে নিন সেগুলি বানাতে কী কী প্রয়োজন- 

১) প্রদীপ
২)একটি স্টিলের মাঝারি প্লেট
৩)দুটি ছোট বাটি
৪) কয়েকটি আমন্ড বাদাম
৫) একটু আমন্ড অয়েল
৬) একটি কাজল দানি

পদ্ধতি- প্রথমে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিন। তার পরে প্রদীপের পাশে দুটি ছোট বাটি রাখুন। এর উপরে প্লেটটা বসান। প্লেটে যেন প্রদীপের আঁচ এসে লাগে। এবারে সেই প্লেটের উপরে আমন্ড বাদান রাখুন। বাদামটির প্রত্যেকটি দিক যেন ভাল করে আঁচ পায়। বাদামটি  যেন পুড়ে ছাই হয়ে যায় এমন ভাবেই পোড়ান। এবার সেই ছাইটি নামিয়ে নিন। তাতে এবার আমন্ড অয়েল কয়েক ফোঁটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাজল।  

আরও একটি পদ্ধতি রয়েছে। প্লেটে আমন্ড বাদামের বদলে ক্যাস্টর অয়েল গরম করুন। গরম হয়ে কালি হয়ে গেলে সেটাই কাজল ব্যবহার করতে পারেন। 

Share this article
click me!