চুল সুন্দর ও ভালো করতে হলে অবশ্যই মেনে চলুন এই শর্ত, জানুন ড্যামেজড হেয়ার ঠিক করার উপায়

Published : Mar 17, 2022, 11:37 AM ISTUpdated : Mar 17, 2022, 12:27 PM IST
চুল সুন্দর ও ভালো করতে হলে অবশ্যই মেনে চলুন এই শর্ত, জানুন ড্যামেজড হেয়ার ঠিক করার উপায়

সংক্ষিপ্ত

নানা করণে চুল ড্যামেজড (Damaged Hair) হয়। এবার চুলের যত্ন নিন ব্যবহার করুন ঘরোয়া টোটকা। এই কয়টি জিনিস মেনে চলুন। তবেই, ড্যামেজ হেয়ারের সমস্যা থেকে মুক্তি পাবেন।

‘খেলবো হলি রং দেব না, তাই কখনো হয়’- ঠিকই তো তাই। রঙ ছাড়া হোলি খেলে সম্ভব নয়। রঙ-বেরঙের আবির কিংবা রঙ দিয়েই শুরু হয় হোলির (Holi) আনন্দ। আর এই রঙের প্রভাবে ত্বক ও চুলের দেখা দেয় নানা রকম সমস্যা। সাধারণত, রঙ (Color) তৈরিতে নানা রকম কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে। যার প্রভাব পড়ে ত্বক (Skin) ও চুলে (Color)। বিশেষ করে রঙ খেলার পর চুলের রঙ পরিবর্তন হয়ে যায়। তাছাড়াও নানা করণে চুল ড্যামেজ হয়। এবার চুলের যত্ন নিন ব্যবহার করুন ঘরোয়া টোটকা। এই কয়টি জিনিস মেনে চলুন। তবেই, ড্যামেজড হেয়ারের (Damaged Hair) সমস্যা থেকে মুক্তি পাবেন। 

অ্যাভোকাডো ও ডিমের মাস্ক 
ড্যামেজড চুলের সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন অ্যাভোকাডো ও ডিমের মাস্ক। ১টি ছোট ও পাকা অ্যাভোকাডো (Avocado) আর ১ থেকে ২টি ডিমের (Egg) সাহায্যে এই প্যাক বানাতে পারেন। প্রথমে পাকা অ্যাভোকাডো বীজ বের করে চটকে নিন। এবার তা সঙ্গে মেশান ডিমের হলুদ অংশ ভালো করে মিশিয়ে প্যাক বানান। এটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। 

কলা ও দইয়ের মাস্ক 
চুলের যত্ন নিতে বেশ উপকারী কলা (Banana) ও দইয়ের (Yogurt) মাস্ক। প্রথমে ১টি পাকা কলা নিয়ে ভালো করে চটকে নিন। এবার তার সঙ্গে মেশা ১ টেবিল চামচ অলিভ অয়েল। মেশান ২ থেকে ৩ টেবিল চামচ দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগানে। এবার অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। চুলের জন্য উপযুক্ত শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে নিন। এতে চুলের সমস্যা সমাধান হবে। ড্যামেড হেয়ারের সমস্যা মুহূর্তে দূর হবে। সপ্তাহে অন্তত ২ দিন এই প্যাক ব্যবহার করুন। 

ফ্ল্যাক্স সিড (তিসির তেল) 
ড্যামেজ চুলের সমস্যা সমাধানে ব্যবহার করতে পারেন ফ্ল্যাক্স সিডের (Flax Seed) প্যাক। ৪ থেকে ৫ মিনিটের জন্য ফ্ল্যাক্স সিড জলে ভিজিয়ে রাখুন। এবার একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে সেই জল ছেঁকে নিন। এই ফ্ল্যাক্স সিডে জল সেরাম (Seram) হিসেবে ব্যবহার করুন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। এই ঘরোয়া টোটকায় চুলের যে কোনও সমস্যা সমাধান হবে। রুক্ষ্ম চুল, নিষ্প্রাণ চুল, ফ্রিজি হেয়ারের সমস্যা থেকে খুব সহজে এই উপায় মুক্তি পাবেন। 

আরও পড়ুন- দক্ষিণ আমেরিকার এই ফল সুপারফুড হিসেবে খ্যাত, রইল মাকুই বেরির অবাক করা খাদ্যগুণ

আরও পড়ুন- কোথাও টমাটো দিয়ে কোথাও বা শুধু জল দিয়ে, জেনে নিন বিশ্ব জুড়ে কিভাবে পালিত হয় হোলি উৎসব

আরও পড়ুন- এবার ইউপিআই জগতে টাটার গ্র্যান্ড এন্ট্রি, নয়া চমক ৭ এপ্রিল
 

PREV
click me!

Recommended Stories

এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, সপ্তাহের সবচেয়ে "ওয়র্স্ট ডে অফ দ্য উইক" দিনটিকে স্বীকৃতি দিল
Egg Shells: ডিমের খোসা ফেলে না দিয়ে ব্যাবহার করতে পারেন এই বিশেষ কয়েকটি উপায়?