সম্পর্ক ভেঙে যাচ্ছে! কী ভাবে ব্রেক-আপ থেকে প্রেম বাঁচাবেন

  • সম্পর্ক এবার খাদের ধারে এসে দাঁড়িয়েছে।
  • পরস্পরের প্রতি টান থাকলেও, কোথাও যেন সমীকরণ মিলছে না।
  • আর যে কোনও বিচ্ছেদই দুঃখের। কিন্তু চাইলে ভাঙা প্রেমও জোড়া লাগানো যায়।
  • তাই সম্পর্কটা ভেঙে গিয়ে মাসের পরে মাস দুঃখে থাকার চেয়ে আগে ভাগে সাবধান হোন। 
     

swaralipi dasgupta | Published : Jun 7, 2019 8:28 PM IST

সব প্রেমের সম্পর্কেই ওঠাপড়া লেগে থাকে। এমন সময়ও আসে যখন প্রেমিক প্রেমিকা দুজনেই বুঝতে পারেন, সম্পর্ক এবার খাদের ধারে এসে দাঁড়িয়েছে। পরস্পরের প্রতি টান থাকলেও, কোথাও যেন সমীকরণ মিলছে না। আর যে কোনও বিচ্ছেদই দুঃখের। কিন্তু চাইলে ভাঙা প্রেমও জোড়া লাগানো যায়। তাই সম্পর্কটা ভেঙে গিয়ে মাসের পরে মাস দুঃখে থাকার চেয়ে আগে ভাগে সাবধান হোন। 

তা হলে জেনে নিন ব্রেক আপ রুখতে ঠিক কী কী করবেন- 

১) আগে নিজের মনকে জিজ্ঞাসা করুন সম্পর্কটাতে সত্যিই বাঁচাতে চান কি না। যদি টান থেকে থাকে অবশ্যই সম্পর্ক বাঁচান। সঙ্গীর সঙ্গে বসে কথা বলুন. 

২) অনেক ক্ষেত্রেই সময়ের অভাবে অনেক প্রেম ভেঙে যায়। সময়ের অভাবে অভিমান জমতে দেবেন না। সেক্ষেত্রে অবশ্যই এবার সঙ্গীর জন্য সময় বের করুন। সমস্ত ভুল বোঝাবুঝি মেটান। 

৩) পারস্পরিক শ্রদ্ধা কমে গেলে সম্পর্ক ভেঙে যাবেই। তাই সাবধান হোন। কথায় কথায় রেগে গিয়ে যা তা বলে দেওয়ার স্বভাব থাকলে তা বদলান। 

৪) সম্পর্কে পুরনো সমীকরণ ফেরাতে প্রেমের প্রথম দিকে যা যা করতেন সেগুলো করুন। সঙ্গীকে সুন্দর ছবি, গান কবিতা পাঠান। 

৫) সম্পর্কে স্পেস খুব জরুরি। সম্পর্ক নিয়ে সঙ্গীকে উদাসীন লাগলে জোর করবেন না। সময় দিন। ইচ্ছে ও টান থাকলে সে নিজেই বুঝবে।

৬) পুরনো রসায়ন  ফিরিয়ে আনতে সঙ্গীকে নিয়ে কয়েকদিন ছুটি কাটিয়ে আসুন। এতে সম্পর্ক ভাল থাকবে। 

Share this article
click me!