আমফান বিধ্বস্ত বাংলা, চার কোটি টাকা আর্থিক সাহায্য আইসিআইসিআই ব্যাঙ্কের

Published : Jun 02, 2020, 04:29 PM ISTUpdated : Jun 02, 2020, 04:30 PM IST
আমফান বিধ্বস্ত বাংলা, চার কোটি টাকা আর্থিক সাহায্য আইসিআইসিআই ব্যাঙ্কের

সংক্ষিপ্ত

ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বিধ্বস্ত বাংলা রাজ্যের ক্ষতির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক আমফান দ্বারা ক্ষতিগ্রস্থ অঞ্চলের জন্য ৪ কোটি  টাকার সাহায্যের প্রতিশ্রুতি স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে ৩ কোটি টাকা আর্থিক সাহায্য দান

ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বিধ্বস্ত বাংলা। আফফান পরবর্তী ক্ষতির জন্য রাজ্যকে সাহায্যের হাত বাড়িয়ে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক। আজ পশ্চিমবঙ্গ সরকারকে ঘূর্ণিঝড় আমফান দ্বারা ক্ষতিগ্রস্থ অঞ্চলে ত্রাণ ও সহায়তার জন্য ৪ কোটি  টাকার সাহায্যের প্রতিশ্রুতি ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। এর মধ্যে ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গ স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কে ৩ কোটি টাকা আর্থিক সাহায্য দান করেছে। এছাড়াও ব্যাঙ্ক রাজ্যের ঘুর্নিঝড় প্রভাবিত জেলাগুলিতে ১ কোটি  টাকার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন – চাল, ডাল, তেল ইত্যাদি সরবরাহ করার আশ্বাস দিয়েছে । এই জেলাগুলি হ'ল উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং হুগলি।

নবান্নের রাজ্য সচিবালয়ে আইসিআইসিআই ব্যাঙ্কের উর্ধতন কর্তৃপক্ষর কাছ থেকে চেকটি গ্রহণ করেন শ্রী রাজীব সিনহা , আই এ  এস, মুখ্য সচিব -পশ্চিমবঙ্গ সরকার।  উপস্থিত ছিলেন শ্রী এইচ কে দ্বিবেদী , আই এ  এস , অতিরিক্ত মুখ্য সচিব , অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।

এই প্রয়াস উপলক্ষ্যে আকাশ রাঘব , জোনাল হেড - রিটেল , পশ্চিমবঙ্গ , আইসিআইসিআই ব্যাঙ্ক এক বিবৃতিতে জানান। - "এই প্রয়োজনের সময় আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা সব সময় পশ্চিমবঙ্গবাসীদের সঙ্গেই রয়েছে । আমরা, আইসিসিআই ব্যাঙ্ক পশ্চিমবঙ্গবাসীদের সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ  এবং  আমাদের এই মহৎ উদ্যোগগুলির মাধ্যমে ও রাজ্য সরকারের সঙ্গে সংহতি  ও অংশীদারিত্বের মাধ্যমে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে পুনরুদ্ধারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।"

PREV
click me!

Recommended Stories

কেন 'X-MAS' নামকরণ করা হয়েছে? ২৫ ডিসেম্বরেই কেন ক্রিসমাস পালন করা হয়? জানেন এই তথ্যগুলো?
ক্যান্সারের সঙ্গে লড়াই করা অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কী? কীভাবে কাজ করে? উত্তর দিলেন ডায়েটেশিয়ান