মাত্র ১০ মিনিটে জেল্লা ফেরান ত্বকের, রইল খুব সহজ উপায়ের হদিশ

Published : Mar 18, 2022, 12:53 AM IST
মাত্র ১০ মিনিটে জেল্লা ফেরান ত্বকের, রইল খুব সহজ উপায়ের হদিশ

সংক্ষিপ্ত

শুধু ত্বকের যত্ন নিলে হবে না। ব্যবহার করতে হবে সঠিক উপকরণ। 

গায়ের রং যেমনই হোক না কেন, উজ্জ্বল ত্বক সঙ্গে থাকলে, প্রত্যেকে সুন্দর। তাই রং ফর্সা করার ঝোঁকে না পড়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলুন। উজ্জ্বল ত্বক (Glowing Skin) পেতে কত কী করা হয়। নিয়ম করে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চরাইজিং। সঙ্গে চলে দামি দামি প্রোডাক্ট ব্যবহার। কেউ কেউ আবার ঘরোয়া টোটকার ওপর ভরসা করেন। তবে, শুধু ত্বকের যত্ন নিলে হবে না। ব্যবহার করতে হবে সঠিক উপকরণ। 

চালের আটার সাহায্যে মুখের কালচে ভাব দূর করা যায়। এর জন্য ১টি টমেটোর রস ফিল্টার করে তাতে ১ চা চামচ চালের আটা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন। এই পেস্ট তৈলাক্ত ত্বকের জন্য খুবই উপকারী। এতে মুখের উজ্জ্বলতাও ফিরে আসে। 

কম্পিউটার বা মোবাইল অতিরিক্ত ব্যবহারের কারণে চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয়। এই ডার্ক সার্কেল দূর করতে দুই চা চামচ চালের আটার মধ্যে ১ চা চামচ গোলাপ জল, আধা চা চামচ মধু, ৭ ফোঁটা বাদাম তেল এবং আধা চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিনবার করুন।

সানস্ক্রিন বদলে ফেলুন

যদি এমন কোনও সানস্ক্রিন না পান যা ইউভি এ এবং বি আর নীল আলো, দুয়ের বিরুদ্ধেই আপনার ত্বককে বাঁচায়, তা হলে অন্যভাবে সুরক্ষিত রাখুন ত্বক। এমন একটি সানস্ক্রিন মাখুন যাতে জিঙ্ক অক্সাইড বা টিটানিয়াম ডাইঅক্সাইড রয়েছে এবং তার সঙ্গেই মেখে নিন একটি অ্যান্টিঅক্সিডান্টে ভরপুর ডে ক্রিম। 

রাতে স্কিন সিরাম মাখুন

চোখের চারপাশের সূক্ষ্ম কোমল ত্বক সুরক্ষিত রাখতে এমন প্রডাক্ট কিনুন যাতে হ্যালিউরনিক অ্যাসিড আর পর্যাপ্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডান্ট রয়েছে। নাইট রিপেয়ার ক্রিম বা সিরাম না মেখে কখনও শুতে যাবেন না। 

হলুদ, গোলাপ জল আর বেসন

ত্বকের রোমকূপে জমে থাকা সকল নোংরা দূর করতে ব্যবহার করতে পারেন হলুদের প্যাক (Turmeric Pack)। একটি পাত্রে হলুদ বাটা নিয়ে তাতে গোলাপ জল (Rose Water) দিন। এবার বেসন দিন। সামান্য জল দিয়ে প্যাক তৈরি করুন। এই প্যাক রোমকূপে জমে থাকা নোংরা বের করে দেয়। সঙ্গে গোলাপ জল ত্বকের পিএইচ (Ph) মাত্রা ঠিক রাখে। তাই হলুদ, গোলাপ জল আর বেসন প্যাক ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে। 

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে