জিও ফাইবার এর সঙ্গে বিনামূল্যে এইচ-ডি টিভি! জানুন বিস্তারিত

 

  • জিও গিগাফাইবার এর সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ফুল এইচ-ডি টেলিভিশন
  •  গিগাফাইবার ইন্টারনেট ও কেবল সংযোগের সঙ্গে থাকছে জিও ফাইবার ওয়েলকাম অফার
  • বার্ষিক সাধারণ সভায় এই অফারের বিষয়ে জানিয়েছেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি
  • ৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে জিও গিগাফাইবার

deblina dey | Published : Aug 12, 2019 11:01 AM IST

আবার রিলায়েন্স এর তরফে নতুন চমক। এবার জিও গিগাফাইবার ইন্টারনেট ও কেবল সংযোগের সঙ্গে বিনামূল্যে দেওয়া হবে ফুল এইচ-ডি টেলিভিশন এবং জিও ফাইবার ওয়েলকাম অফার। সোমবার রিলায়েন্স-এর বার্ষিক সাধারণ সভায় এই অফারের বিষয়ে জানিয়েছেন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি।

জেনে নিন জিও ফাইবার-এর সম্বন্ধে বিস্তারিত-
৫ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে জিও গিগাফাইবার।
কানেকশন নেওয়ার সময় জিও ফরএভার প্ল্যান নিলে পাওয়া যাবে ফুল এইচ-ডি টেলিভিশন বা কম্পিউটার
এর মাধ্যমে অল্প খরচেই  পাওয়া যাবে লাইভ টিভি এবং আনলিমিটেড কল করার সুযোগ
ইন্টারনেট ব্যবহারের জন্য একটি অপ্টিকাল নেটওয়ার্ক টার্মিনালও বিনামূল্যে দেবে সংস্থা
লাইভ টিভি দেখার জন্য থাকবে জিও গিগাবক্স
ফোন কলের জন্য সঙ্গে দেওয়া হবে ল্যান্ড লাইন কানেকশন
সেপ্টেম্বর-এর শুরু থেকেই নেওয়া যাবে এই কানেকশন
তবে কত দিন পর্যন্ত এই অফার থাকবে এবং জিও ফরএভার প্ল্যান নিলে কত টাকা খরচ হবে, তা এখনও জানা যায় নি। 
জিও ফাইবারের পরিষেবা শুরু করার জন্য চলছিল বিটা টেস্টিং। এই টেস্টিং এর শুরুতে গিগা ফাইবারের কানেকশন এর জন্য় ধার্য করা হয়েছিল ৪৫০০ টাকা। তবে পরবর্তীকালে সেই দাম কমিয়ে ২৫০০ টাকায় কম দামের ওএনটি ডিভাইস-সহ প্ল্যান এর কথা জানিয়েছিল সংস্থা। সম্প্রতি মাত্র ৬০০ টাকায় গিগা ফাইবারের জন্য ট্রিপল প্ল্যান এনেছে জিও । সে বিষয়ে বিস্তারিত জানানো হবে সংস্থার তরফ থেকে। তবে জিও-র এই পরিষেবা যে বাকি সংস্থাগুলিকে একটু চাপেই ফেলবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Share this article
click me!