মাধ্যমিক পাশে প্রচুর কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন দেখুন

Published : Sep 25, 2019, 09:34 AM IST
মাধ্যমিক পাশে প্রচুর কাজের সুযোগ, কীভাবে আবেদন করবেন দেখুন

সংক্ষিপ্ত

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল পদে চাকরি যোগ্যতা মাধ্যমিক পাশ শূণ্যপদের সংখ্যা ৮২৪ কীভাবে আবেদন করবেন রইল বিস্তারিত

পশ্চিমবঙ্গ সহ ত্রিপুরা, সিকিম, অসম, ঝাড়খন্ড-সহ সারা ভারত থেকে সেন্ট্রাল ইন্ডাসট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে নিয়োগ করা হবে। মোট ৮২৪ শূণ্যপদ। শুধুমাত্র মাধ্যমিক পাশ ছেলেরাই আবেদন করতে পারবেন এই চাকরির জন্য। 

আবেদন মূল্য- ১০০ টাকা।

বয়স- ১৮ থেকে ২৩ বছরের মধ্যে, তফশিলীদের ক্ষেত্রে ৫ বছর, ওবিসি -দের ক্ষেত্রে ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা বিশেষ বয়সের ছাড় পাবেন।  
 
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ।

শারীরিক মাপজোক- উচ্চতা হতে হবে ১৭০ সেমি এবং ছাতি হতে হবে ৮০ থেকে ৮৫ সেমির মধ্যে। 

আবেদন শুরুর তারিখ- ২৩/০৯/২০১৯
আবেদনের শেষ তারিখ- ২২/১০/২০১৯
উত্তর পূর্বাঞ্চলের জন্য আবেদনের শেষ তারিখ- ২৯/১০/২০১৯

মাসিক বেতন- ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা
  
এই চাকরির জন্য আবেদন করতে হবে অফলাইনে। এছাড়াও আরও জানতে দেখতে হবে সি.আই.এস.এফ -এর অফিসিয়াল ওয়েবসাইট www.cisf.gov.in-এ।
 

PREV
click me!

Recommended Stories

মিনিটের মধ্যে মেজাজ হবে চনমনে! রইল টোটকা
বায়ুদূষণের জন্য সৃষ্টি ভয়ঙ্কর ফুসফুসের সমস্যা! আগে থেকে প্রতিরোধ করার উপায়গুলি জেনে নিন