জেনে নিন কোজাগরী লক্ষ্মীপুজোয় কোন উপায়ে দেবী হবেন সন্তুষ্ট- সংসারে আসবে সমৃদ্ধি

আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে এই কোজাগরী লক্ষ্মীপুজোর আরাধনা করা হয়। বাঙালি হিন্দু ঘরে এই দিনটির গুরুত্ব অপরিসীম। লক্ষ্মী দেবী হলেন ধন-সম্পত্তির দেবী। তাই মা লক্ষ্মীর পূজা করতে হয় নিষ্ঠা ভরে।  জানুন এদিন কোন উপায়ে সন্তুষ্ট হন মা লক্ষ্মী?
 

২০২১ সালে কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja) পড়েছে দু'দিন, অর্থাৎ পূর্ণিমা শুরু হচ্ছে ১৯শে অক্টোবর এবং শেষ হচ্ছে ২০শে অক্টোবর। দেবী লক্ষ্মীর (Devi Laxmi) আরাধনা করা হয় সংসারের মঙ্গলের জন্য। শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজো প্রতিটি বাড়িতেই কম বেশি হয়ে থাকে ৷ মা লক্ষ্মীর কৃপায় সংসার সুখের হয় কিন্তু মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ৷

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মীপুজো কী? জানুন বাড়িতে পুরোহিত ছাড়াই কোজাগরী লক্ষ্মী পুজোর পদ্ধতি

Latest Videos

মা লক্ষ্মীর (Maa Laxmi) পুজোর দিনে কখনই আওয়াজ করা উচিৎ নয়, মা লক্ষ্মীর পুজোয় শুধুমাত্র ঘণ্টা বাজানো উচিৎ কাঁসর মোটেও নয় ৷ প্রচলিত আছে লক্ষ্মীপুজোর (Laxmi Puja) দিন বেশি আওয়াজ করলে মা লক্ষ্মী বাড়ি ছেড়ে পালিয়ে যান ৷ তাই শান্ত ও স্নিগ্ধ পরিবেশে মায়ের আরাধনা করলে সুফল পাওয়া যায় ৷ জলপূর্ণ ঘটে আমপল্লব সহযোগে পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন ৷ মায়ের কৃপা সম্পূর্ণ রূপে পাওয়া যায় যদি প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি সহযোগে আরাধনা করা যায় ৷ আল্পনা সহযোগে মা লক্ষ্মীর পুজো দিলে মা অত্যন্ত সন্তুষ্ট হন ৷

আরও পড়ুন- লক্ষ্মীপুজোতে এই রাশির জাতকদের বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে, সতর্ক না হলেই বিপদে পড়বেন

এদিন পুজো শেষে মা লক্ষ্মীর পাঁচালি পড়তে হয়। সংসারের গৃহিণী বা যে কোনো মহিলা এই পাঁচালি পড়ে থাকেন। মা লক্ষ্মীর (Maa Laxmi) পাঁচালিতে বর্ণিত আছে সিঁথিতে সিঁদুর নিয়ে যে রমণীরা মায়ের পুজো করেন মা বিশেষ ভাবে সন্তুষ্ট ৷ তবে মায়ের পুজো যে কেউই করতে পারেন তাঁর জন্য রমণীই হতে হবে এমন কোনও কথা নেই ৷

আরও পড়ুন- কবে কখন ও ঠিক কটায় কোজাগরী লক্ষ্মী পুজো, জেনে নিন পুজোর নির্ঘন্ট

 

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed