স্বাস্থ্যের পরিবর্তন ঘটছে! থাইরয়েড-এর লক্ষণগুলো কী কী জেনে রাখুন

  • শরীরের গঠনের পরিবর্তন হলে সাবধান হন
  • থাইরয়েডের লক্ষণগুলি কী কী জানুন
  • প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন
  • শরীরকে সুস্থ রাখুন

Jayita Chandra | Published : Jun 30, 2019 10:09 AM IST

বেশ কয়েকদিন ধরে শরীরের ঘঠনের পরিবর্তন লক্ষ্য করছেন! এড়িয়ে না গিয়ে সচেতন হন সময় থাকতেই। সেই দিকেই নজর দিয়ে সত্বর রক্ত পরীক্ষা করে ফেলুন ডাক্তারের পরামর্শ নিয়ে। ফেলে রাখা  মোটেও ঠিক নয়। বেশ কয়েকদিন ধরে রোগা হয়ে হয়ে যাচ্ছেন, বা মোটা হয়ে যাচ্ছেন, চাহিদা অনুযায়ী স্বাস্থ্যের পরিবর্তন হলে খুশি হওয়ার কোনো কারণ নেই। মাথায় রাখুন

শরীরে কোন কোন লক্ষণ গুলো দেখা দিলে ভাববেন আপনি থাইরয়েডের সমস্যায় ভুগছেনঃ
১. রোগা কিংবা মোটা হয়ে গেলে সেই দিকে নজর দিন। শরীরের গঠনের এই পরিবর্তন থাইরয়েডের লক্ষণ হতে পারে। 
২. গলায় ও ঘাড়ে যন্ত্রণা হলেও তা থাইরয়েডের লক্ষণ। শরীরের বেশ কয়েকটি অংশে যদি সারাক্ষণ ব্যাথা হতে থাকে তবে তা এড়িয়ে না যাওয়াই ভালো।
৩. শরীরে ক্লান্তি ভাব, কাজে ইচ্ছে না থাকা, সমস্যার সন্মুখীন হওয়ার মূল কারণ থাইরয়েড। শরীরে শক্তি কমে যায় থাইরয়েডের ফলে।
৪. অবসাদে ভোগেন অনেকেই। ভাবছেন হয়তো পারিপার্শিক পরিবেশ বা পরিস্থিতির জন্য, এমনটা নয়। থাইরয়েড হলে মানসিক অবসাদ-এর সমস্যা হতে পারে।
৫. কথায় কথায় ঠাণ্ডা লাগলে সমস্যা হতে পারে। তার কারণও থাইরয়েড। থাইরয়েডের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
৬. থাইরয়েড থাকলে ঋতুচক্রে সমস্যা দেখা দেয়। বেশ কয়েকদিন ধরেই তা সময় মতন হয় না, ফলেই শরীরের আরও সমস্যা দেখা দেয়। 

Share this article
click me!