অবিশ্বাস্য দাম কমল ভিভো ওয়াই স্মার্টফোনের! দেখে নিন স্পেসিফিকেশন ও নতুন দাম

  •  অবিশ্বাস্য দাম কমল ভিভো ওয়াই ১৭-স্মার্টফোনের
  • এই নিয়ে দ্বিতীয়বার দম কমল এই ফোনের
  • সব মিলিয়ে মোট ৪০০০ টাকা দাম কমেছে ফোনটির
  • ফ্লিপকার্ট, এমাজন-সহ ভিভো ই-স্টোরে নতুন দামেই পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি

পুজো আসতে না আসতেই ফোনের বাজার সুখবর নিয়ে এসেছে গ্রাহকদের জন্য। ভিভো ওয়াই ১৭-এর অবিশ্বাস্য দাম কমাল সংস্থা। এই নিয়ে দ্বিতীয়বার দম কমল এই ফোনের। সব মিলিয়ে মোট ৪০০০ টাকা দাম কমেছে ফোনটির। গ্রাহকদের আয়ত্বের মধ্যে রাখার জন্যই আবারও এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। ইতিমধ্যেই ফ্লিপকার্ট, এমাজন-সহ ভিভো ই-স্টোরে নতুন দামেই পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই ১৭-এর স্মার্টফোনটি।

এক নজরে দেখে নিন ভিভো ওয়াই ১৭-এর স্পেসিফিকেশন-সহ দাম-

Latest Videos

আপাতত ফোনটি পাওয়া যাচ্ছে নীল ও বেগুণী রং-এর। 

ফোনটি লঞ্চ হওয়ার পর এর দাম ধার্য্য করা হয়েছিল ১৮,৯৯০ টাকা, তবে দুই ধাপে দাম কমে এখন ফোনটি বিক্রি হচ্ছে ১৪,৯৯০ টাকায়।

এই ফোনে ৫০০০ এমএএইচ-এর নন রিমুভেবল ব্যাটারির সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং এর সুবিধাও।

নতুন এই ফোনটিতে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে।

এরসঙ্গে ফোনটিতে রয়েছে ডিসপ্লের উপরের অংশে ডিউ-ড্রপ নচ। 

আরও পড়ুন- বাজারে এল ১০হাজার টাকারও কমে ৪টি ক্যামেরা সহ মোবাইল! জানুন বিস্তারিত

ভিভো ওয়াই ১৭-এ রয়েছে ৪ জিবি ব়্যাম ও সেই সঙ্গে ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।

 অ্যান্ড্রোয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম-এর সঙ্গে এই ফোনে থাকছে মিডিয়া টেক হেলিও পি৩৫ এর চিপসেট প্রসেসর।

ছবি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারী সেন্সর, ৮  মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরার জন্য থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। 

এর সঙ্গে এই ফোনে রয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সারের সুবিধাও।

Share this article
click me!

Latest Videos

পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর