Beauty Tips- ক্যামেরায় ছবি উঠলে মটেও তা পছন্দ হচ্ছে না, এর জন্য চাই বিশেষ মেকাপ

ফটো শ্যুট এখন ট্রেন্ড। কেউ বানিয়ে ফেলছে পোর্টফোলিও, কেউ আবার বানিয়ে ফেলছে নিজের মেমরি ডাইরি। তবে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়েই অনেকের মাথায় হাত। 

সামনে বিয়ের (Marriage) মরসুম, আবার কোথাও কোথাও শীতকালীন বনভোজন বা পার্টির (Winter party) বিশেষ আয়োজন। অনেকে আবার ঘুরতে যাবার জন্য ওই সময় টিকে আদর্শ বলে মনে করেন। সে ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ছবি কম বেশী সকলেরই লাগে। কেউ স্মৃতির পাতায় ধরে রাখতে চায় কেউ আবার নানান জায়গায় পোস্ট করতে চায় এই সময় বেশ সুন্দর সুন্দর ফ্রেমবন্দি করা পোস্ট। আমরা কি সকলেই পারি ঠিক ঠিকভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে। কিভাবে ক্যামেরার জন্য মেকআপ করলে আমাদের দেখতে সুন্দর লাগবে বা ঠিক কেমন মেকআপে (Make Up) ক্যামেরার ছবি আসে একদম পার্ফেক্ট তা জানা একান্ত জরুরী। নয়তো আমাদের অনেকেরই ছবি ওঠে কিন্তু কোথাও যেন মনে একটা খুঁত থেকে যায়। নিজের চোখে নিজেকে ভালো লাগলেও ছবিটা ওঠার পর নিজেকে ঠিক যেন মনের মত লাগছে না, আর এমনটা মনে হবার একটাই কারণ তা হলো ক্যামেরার জন্য সঠিক মেকআপ না জানা।

ফটো শ্যুট এখন ট্রেন্ড। কেউ বানিয়ে ফেলছে পোর্টফোলিও, কেউ আবার বানিয়ে ফেলছে নিজের মেমরি ডাইরি। তবে ক্যামেরার সামনে পোজ দিতে গিয়েই অনেকের মাথায় হাত। পার্ফেক্ট লুক পেতে মেকাপ কেমন হওয়া উচিত তাই অনেকে বুঝে উঠতে পারেন না।

Latest Videos

এবার জেনে নিন কী কী ধাপে মেকাপ করলে পাওয়া যাবে পারফেক্ট লুক।
১) প্রথমে বরফ দিয়ে মুখ পরিষ্কার করে নিন।
২) এরপর মুখে টোনার লাগিয়ে ময়শ্চারাইজার মেখে নিন।
৩) মেকাপ শুরু করার আগে প্রাইমার লাগিয়ে নিনি। বেস তৈরি হবে এই দিয়ে।
৪) কনসিলার দিয়ে মুখের দাগ মিলিয়ে নিন। এতে মুখের ত্বকের রং-এ সামঞ্জস্য থাকবে।
৫) ভ্রুর নিচে সিলভার রং-এর আইশ্যাডো লাগিয়ে নিন।
৬) গোলাপী আইশ্যাডো লাগিয়ে নিন চোখের ওপরের ও নিচের অংশে।
৭) আইল্যাসে কাজল দিয়ে তা ঘন করে নিন। 
৮) কাজল দিয়ে ভ্রু সুন্দর করে এঁকে নিন, এতে মুখের আকৃতি সুন্দর হবে। 
৯) গালের জ এড়িয়াতে গাঢ় রঙের সেড দিয়ে তা ব্রাশ করে নিন।
১০) ঠোঁট এঁকে তাতে গাঢ় লিপস্টিক দিয়ে নিন। গ্লসও দিয়ে দিতে পারেন তার ওপর।
১১) মুখে ফেস পাউডার লাগিয়ে ব্লাশ লাগিয়ে নিন। এরপর মেকাপ লক করার জন্য সেটিং স্প্রে লাগিয়ে নিন। 

আরও পড়ুন: Fitness Tips- আজও কিং খান স্বপ্নের রোম্যান্টিক স্টার, কীভাবে নিজের জেল্লা ধরে রাখেন শাহরুখ 

আরও পড়ুন: Kiara Advani: শীতে উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন কিয়ারার টোটকা, ঘরোয়া উপায় কিয়ারা পেয়েছেন উজ্জ্বল ত্বক

 

Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News