বছরের দ্বিতীয় 'প্যালিনড্রোম' জেনে নিন এই দিনটির ইতিহাস এবং কেন এই দিনটি গুরুত্বপূর্ণ

চলতি বছরের দ্বিতীয় 'প্যালিনড্রোম' আজ। তবে এই 'প্যালিনড্রোম' শব্দটির সঙ্গে অনেকেই সঠিকভাবে পরিচিত নয়। আদতে কি এই প্যালিনড্রোম তা নিয়ে অনেকের মনেই রয়েছে নানা প্রশ্ন। শুধু তাই এই দিনটির কিছু বিশেষত্বও আছে। আসুন জেনে নেওয়া যাক কোন দিনগুলিকে বলা হয় 'প্যালিনড্রোম?'
 

সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই ভাইরাল হয়েছে আজকের তারিখ। কারণটা হল আজকের এই দিনটিকে বলা হয় 'প্যালিনড্রোম (Palindrome)।' আদতে 'প্যালিনড্রোম' (Palindrome) হল ক্রমানুসারে সাজানো কোনও সংখ্যা বা শব্দ বা বাক্য যা প্রথম থেকে শেষ পর্যন্ত একে অপরের প্রতিবিম্ব  অর্থাৎ এক্ষেত্রে সংখ্যা বদলে গেলেও প্রথম থেকেশেষ পর্যন্ত যেরূপ দেখায় শেষ থেকে শুরু পর্যন্ত দেখলে ঠিক তার বিপরীত দেখায়। আজ অর্থাৎ ২২ ফেব্রুয়ারি হল এমনই একটি দিন কারণ আজকের তারিখটি হল '২২.০২.২০২২।' সেই অর্থে দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তারিখটি যেরকম দেখতে আবার শেষ থেকে প্রথমে তাকালে ঠিক তার বিপরীত রকম দেখতে। সেই কারণেই আজকের দিনটি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই তারিখ সম্পর্কিত নানান ধরণের পোস্ট।  

যদিও ২০২১ অর্থাৎ আগের বছর ও এই একইরকম 'প্যালিনড্রোম' (Palindrome) তারিখ ছিল মোট ২২টি। আবার চলতি বছরে অর্থাৎ ২০২২ সালে ও রয়েছে একাধিক 'প্যালিনড্রোম' তারিখ (Palindrome Date)। এই বছরের মোট ১০টি প্যালিনড্রোম তারিখ ((Palindrome Date) হল:

Latest Videos

০২- ০২- ২০২২
২০- ০২- ২০২২
২১- ০২- ২০২২
২২- ০২- ২০২২
২৩- ০২- ২০২২
২৪- ০২- ২০২২
২৫- ০২- ২০২২
২৬- ০২- ২০২২
২৭- ০২- ২০২২
২৮- ০২- ২০২২

আরও পড়ুন- পারফিউম ব্যবহার করতে গিয়ে এই ভুলগুলোও নয় হতে পারে মারাত্মক এই সমস্যাগুলি

আরও পড়ুন- উদ্বেগ বাড়াচ্ছে ওভারিয়ান ক্যান্সারের হার, জেনে নিন এই মারণ রোগের সাধারণ উপসর্গগুলো

আরও পড়ুন- চোখের যত্ন নিতে ২০-২০-২০ পন্থা মেনে চলার নির্দেশ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের

যার অর্থ হল চলতি মাসের আসন্ন দিনগুলিও হল 'প্যালিনড্রোম' (Palindrome) এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের এই তারিখটি শুধুমাত্র 'প্যালিনড্রোম' (Palindrome) সংখ্যাই নয় সেইসঙ্গে 'অ্যাম্বিগ্রাম' ও। অ্যাম্বিগ্রাম হল এমন একটি শব্দ বা সংখ্যা যেখানে একই সংখ্যা উল্টোদিকেও সমানভাবেই দেখায়। এক্ষেত্রে '২২- ০২- ২০২২' তারিখটিও সামনে থেকে শেষ পর্যন্ত যেরকম দেখতে আবার শেষ থেকে সামনে পর্যন্ত ও ঠিক একইরকম দেখতে। 

প্যালিনড্রোম শব্দটির ইতিহাস:

লোকবিশ্বাস অনুসারে, 'প্যালিনড্রোম' (Palindrome) শব্দটি ১৬৩৮ সালে একজন হেনরি পিচ্যাম নামে এক ব্যাক্তি প্রথম প্রবর্তন করেছিলেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রথম প্যালিনড্রোম (Palindrome) শব্দটি ছিল ল্যাটিন ভাষায়। রোমান আমলে পাওয়া এই শব্দটি ছিল সাটার আরেপো টেনেট অপেরা রোটাস।' সাধারণভাবে যার অর্থ দাঁড়ায়, 'কৃষক তাঁর চেষ্টার দ্বারা তাঁর লাঙ্গলের চাকা ধরে রাখে।' এছাড়াও প্যালিনড্রোমগুলি প্রাচীন সংস্কৃত এবং গ্রীক ভাষায়ও পাওয়া গেছে বলে জানা গেছে। ইংরেজ লেখকরা তাদের সাহিত্যকর্মে ল্যাটিন এবং গ্রীক প্যালিনড্রোম ব্যবহার করেছিলেন। কবি জন টেলর ১৬১৪ সালে তাঁর লেখায় একটি উক্তি ব্যবহার করেছিলেন, যেটি হল 'Lewd did I live, & evil I did dwel'। এই বাক্যটিকে ইংরেজি ভাষার প্রথম প্যালিনড্রোম (Palindrome) বলে মনে করা হয়।

এছাড়াও ইংরেজি এবং বাংলা শব্দে বেশ কিছু 'প্যালিনড্রোম' শব্দ (Palindrome Word) আছে।  যেমন ইংরেজি ভাষায় 'race car', 'civic', 'kayak', 'madam' নামক কিছু প্যালিনড্রোম শব্দ (Palindrome Word) রয়েছে। পাশাপাশি বাংলা ভাষাতেও এই ধরণের বেশ কিছু প্যালিনড্রোম শব্দ রয়েছে।  যেমন 'লাঙল', 'কটক', 'কর্তৃক' ইত্যাদি  শব্দগুলি হল এক একটি 'প্যালিনড্রোম (Palindrome)।'

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News