মহালয়ার শুভক্ষণে সকল আপনজনদের পাঠান আনন্দ বার্তা, রইল ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Oct 02, 2024, 08:04 AM IST

মহালয়া উপলক্ষে আপনজনদের পাঠানোর জন্য এখানে রইলো কিছু হৃদয় স্পর্শী শুভেচ্ছা বার্তা। মা দুর্গার আগমনে ভরে উঠুক সকলের জীবন। শুভ মহালয়া।

PREV
110

আনন্দময়ীর আগমনে সর্বত্র বইছে আনন্দ ধারা। শুভ মহালয়া। - দিনের শুরুতে এমন বার্তা পাঠান সকলকে। 

210

মা দুর্গা আপনার জীবনের সকল কষ্ট দূর করুন। আনন্দ ভরে তুলুক আপনার জীবন। মহালয়ার শুভক্ষণে জানাই শুভেচ্ছা। - পাঠাতে পারেন এমন বার্তা। 

310

অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় হোক। সকলের জীবনে আলো নিয়ে আসুক মহালয়া। - শুভ দিনে পাঠান এই বার্তা 

410

আশ্বিনের শারদ প্রাতে, বেজে উঠেছে আলোর মঞ্জরী। মহালয়ার শুভক্ষণে জানাই শুভেচ্ছা। - এই বিশেষ দিনে পরিচিত সকলকে জানান শুভেচ্ছা।

510

পিতৃপক্ষের শেষে শুরু হল মাতৃপক্ষের। এই শুভক্ষণে জানাই শুভেচ্ছা।- শুভ দিনের সূচনা হোক শুভেচ্ছা বার্তা দিয়ে।

610

মায়ের আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক আনন্দে। মহালয়ার শুভক্ষণে জানাই শুভেচ্ছা।

710

পিতৃপক্ষের সমাপ্তির সঙ্গে আমরা সকলে মাকে জানাই স্বাগত। মা দুর্গার আশীর্বাদ থাকুক আপনার ওপর। শুভ মহালয়া। - এই শুভক্ষণে জানান শুভেচ্ছা।

810

দুর্গাপুজো আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ ও সুখ। জীবনের সকল দুঃখ দূর হোক। শুভ মহালয়া। - এই বিশেষ দিনে পরিচিত সকলকে জানান শুভেচ্ছা।

910

মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা দূর হোক। দেবীর আগমনের এই বিশেষ দিনে জানাই শুভ মহালয়া।- আজ এই শুভ দিলে পাঠাতে পারেন এমন বার্তা। 

1010

মহালয়ার শুভক্ষণে সকলকে জানাই শুভেচ্ছা।- পাঠাতে পারেন এমন বার্তা।

click me!

Recommended Stories