
এখন কালোই নতুন বিউটি স্ট্যান্ডার্ড। স্মার্ট, স্লিম, গ্ল্যামারাস লুক পেতে হাল ফ্যাশনে কালো পোশাক নজর কাড়ছে সকলের। আলমারিতে এক ঝাঁক কালো পোশাক সবারই আছে, তবে কালো পোশাকের সবচেয়ে বড়ো সমস্যা হলো - সময়ের সাথে ঠিক মতো পরিষ্কার না হলে রং ফিকে হয়ে যেতে থাকে। ফলে আকর্ষণ হারিয়ে ফেললে আর পড়া যায় না সেই জামা। এই সমস্যার সমাধানে প্রয়োজন সঠিক উপায়ে কালো জামা কাপড় ধোয়া ও যত্ন নেওয়া।
কালো পোশাকের যত্ন নেয়ার কিছু কার্যকর কৌশল -
১। আলাদাভাবে ধোয়া
অন্য সব জামা কাপড়ের সাথে কালো রঙের জামা কাচলে সাবান কালোর ওপর নাও কাজ করতে পারে। তাই সবসময় কালো আর রঙিন জামা আলাদা করেই কাচতে হবে। তাতে কাপড়ের উজ্জ্বলতাও বজায় থাকবে।
২। ঠান্ডা জলে ধুতে হবে
গরম জল ফাইবার নষ্ট করে তাড়াতাড়ি এবং উজ্জ্বলতাও ফিকে করে দেবে। তাই কালো কাপড় সবসময় ঠান্ডা জলেই ধুতে হবে।
৩। উল্টো করে ধোবেন পোশাক
কালো পোশাক সবসময় উল্টো করেই কাচতে হবে, অর্থাৎ, জানার ভেতরের অংশ বাইরের দিকে দিয়ে তবেই ধোবেন। এতে জামার সোজা দিকে সরাসরি সাবানের ক্ষার লাগবেনা, কাপড় ভালো থাকবে অনেকদিন।
৪। ওয়াশিং মেশিনে ধুলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করুন
ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কাপড়ে যে স্থির তড়িৎ উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম ফয়েলের বল ব্যবহার সেই তড়িৎ উৎপাদনে বাঁধা দেয়। ফলে জামার রোয়া উঠে আসা, কাপড় কুঁচকে যাওয়া ইত্যাদি হয় না।
৫। ভিনিগার ব্যবহার
সাদা ভিনিগার কাপড়ের রং ফিকে হয়ে যাওয়া থেকে আটকায়। তাই সাবান জলে কাপড় ভিজানোর আগে তাতে দু চামচ ভিনিগার মিশিয়ে নিন। এবার কালো জামা কাপড় ভেজান। এতে সাবানের ক্ষতিকারক রাসায়নিক কাপড়ের ক্ষতি করবে না।