ক্যাপসিকামও বাড়ির ব্যালকনিতেই চাষ করা যায়।
বেল পেপার বা ক্যাপসিকাম, অনেকেই তাদের ব্যালকনি বাগানে চাষ করেন, কিন্তু মনে রাখবেন, এদের ভালো রোদ লাগে। বীজ এনে চাষ করা কষ্টকর। ছোট গাছ বাজারে পাওয়া যায়। সেগুলো এনে চাষ করতে পারেন।
প্রয়োজনীয় যত্ন
অন্তত ১২ ইঞ্চি টবে লাগানোর বিষয়টি নিশ্চিত করুন। প্রতিদিন সরাসরি রোদ পড়ে এমন জায়গায় রাখুন। গাছ বড় হতে শুরু করার পর, জল খুব কম দিতে হবে। ভালোভাবে যত্ন নিলে ফুল ফুটবে এবং তারপর ক্যাপসিকামও ধরবে।