সপ্তম বেতন কমিশনের ঘোষণা হবে নববর্ষের দিনেই! মিনিমাম স্যালারি বেড়ে দাঁড়াচ্ছে ৪০ হাজার? দারুণ খবর দিতে চলেছেন মমতা

সপ্তম বেতন কমিশনের ঘোষণা হবে নববর্ষের দিনেই! মিনিমাম স্যালারি বেড়ে দাঁড়াচ্ছে ৪০ হাজার? দারুণ খবর দিতে চলেছেন মমতা

Anulekha Kar | Published : Apr 3, 2025 9:55 AM
17

DA Hike: অবশেষে সপ্তম বেতন কমিশনের ঘোষণা করেই ফেলবেন রাজ্য সরকার? মূল্যবৃদ্ধির কথা ভেবে এবার একধাক্কায় বাড়ানো হতে পারে দ্বিগুণ টাকা বেতন।

27

বহুদিন ধরেই পে কমিশন নিয়ে কানাঘুঁষো খবর শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনার অবসান ঘটিয়ে সত্যিই টাকা বাড়াতে পারে রাজ্য সরকার। 

37

যদি সত্যিই সপ্তম বেতন কমিশন গঠন হয় তবে নূন্যতম বেতনের স্কেল দাঁড়াবে ৪০ হাজার টাকায়। এমনকী ৫০ হাজার টাকাও ছুঁয়ে যেতে পারে। তবে কবে হতেপারে এই ঘোষণা?

47

7th Pay Commission: ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এরফলে হুহু করে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে এখনও প্রচুর টাকা বেতনের ব্যবধান রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে।

57

চলতি বছর ৪ শতাংশ ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু আরও কিছুটা ডিএ পাওয়ার আশা রেখেছিল সরকারি কর্মীরা। ফলে সেই আশা একেবারেই পূরণ হয়নি। 

67

অন্যদিকে ১০ বছর আগে গঠন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। অর্থাৎ সেইমতো সপ্তম বেতন কমিশন গঠন করা হওয়ার সময় হয়ে গিয়েছে।

77

সব ঠিকঠাক থাকলে এই  নববর্ষেই ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশন গঠনের কথা। এরফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos