7th Pay Commission: ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এরফলে হুহু করে বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তবে এখনও প্রচুর টাকা বেতনের ব্যবধান রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে।
57
চলতি বছর ৪ শতাংশ ডিএ ঘোষণা করে রাজ্য সরকার। কিন্তু আরও কিছুটা ডিএ পাওয়ার আশা রেখেছিল সরকারি কর্মীরা। ফলে সেই আশা একেবারেই পূরণ হয়নি।
67
অন্যদিকে ১০ বছর আগে গঠন হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। অর্থাৎ সেইমতো সপ্তম বেতন কমিশন গঠন করা হওয়ার সময় হয়ে গিয়েছে।
77
সব ঠিকঠাক থাকলে এই নববর্ষেই ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশন গঠনের কথা। এরফলে উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী।