১ সপ্তাহেরও বেশি ফুল তরতাজা থাকবে এভাবে! জেনে নিন সেরা টিপস

Published : Apr 02, 2025, 11:12 PM IST

১ সপ্তাহেরও বেশি ফুল তরতাজা থাকবে এভাবে! জেনে নিন সেরা টিপস

PREV
14

ফ্রিজে মালতী ফুল সংরক্ষণের উপায় : আমাদের মধ্যে অনেকেরই ফুল কিনে ফ্রিজে রাখার অভ্যাস আছে, যাতে প্রতিদিন অল্প অল্প করে ব্যবহার করা যায়। কিন্তু এভাবে ফ্রিজে রাখলে দুদিনের মধ্যেই মালতী ফুল শুকিয়ে যায়। তবে এই প্রতিবেদনে দেওয়া কিছু টিপস অনুসরণ করলে এক সপ্তাহ পরেও ফ্রিজে মালতী ফুল সতেজ থাকবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।

24

প্রথমে বাঁধা ফুলগুলো সুন্দর করে গুটিয়ে একটি কলার পাতায় রেখে ভালোভাবে মুড়ে নিন। খেয়াল রাখবেন, কলার পাতায় ফুল রাখার সময় বেশি চাপ দেবেন না, হালকাভাবে মুড়বেন। এরপর একটি সিলভার পাত্রে ভরে বাতাস চলাচল বন্ধ করে ফ্রিজে রাখুন। এভাবে সংরক্ষণ করলে এক সপ্তাহ পরেও মালতী ফুল সতেজ থাকবে।

34

যদি আপনার বাড়িতে কলার পাতা না থাকে, তাহলে সাদা কাগজে ফুল রেখে ধীরে ধীরে মুড়িয়ে নিন। এরপর একটি কটন কাপড়ের ব্যাগ পানিতে ভিজিয়ে চিপে নিয়ে তার মধ্যে ফুল রাখা কাগজটি হালকাভাবে মুড়ে সিলভার পাত্রে ভরে ফ্রিজে রাখুন। মালতী ফুল সংরক্ষণের এই পদ্ধতি ফুলকে অনেকদিন পর্যন্ত সতেজ রাখবে।

44

যদি আপনার বাড়িতে ফ্রিজ না থাকে, তাহলে একটি বড় পাত্রে জল নিয়ে তার উপর কলার পাতা রাখুন। তারপর তার উপর ফুলগুলো রাখুন। এরপর ভেজা কটন কাপড় দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং উপরে একটি সিলভার থালা চাপা দিন। এভাবে রাখলে ফুল এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে। খেয়াল রাখবেন, কলার পাতা যেন জলের মধ্যে ডুবে না যায়।

নোট : কটন কাপড়টি শুকিয়ে গেলে বারবার ভিজিয়ে দিতে হবে। উপরে বলা টিপসগুলো অনুসরণ করলে অবশ্যই মালতী ফুল সতেজ থাকবে।

click me!

Recommended Stories