যদি আপনার বাড়িতে ফ্রিজ না থাকে, তাহলে একটি বড় পাত্রে জল নিয়ে তার উপর কলার পাতা রাখুন। তারপর তার উপর ফুলগুলো রাখুন। এরপর ভেজা কটন কাপড় দিয়ে পাত্রটি ঢেকে দিন এবং উপরে একটি সিলভার থালা চাপা দিন। এভাবে রাখলে ফুল এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে। খেয়াল রাখবেন, কলার পাতা যেন জলের মধ্যে ডুবে না যায়।
নোট : কটন কাপড়টি শুকিয়ে গেলে বারবার ভিজিয়ে দিতে হবে। উপরে বলা টিপসগুলো অনুসরণ করলে অবশ্যই মালতী ফুল সতেজ থাকবে।