সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ড্রাইভারের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। দেখুন সেই ভিডিও-
Bande Bharat Express Viral Video: দেশ জুড়ে বইছে নির্বাচণের হাওয়া। এরমধ্যেই বড়সড় বিপত্তির মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। ঘটতে যেতে পারতো বড় রকমের দুর্ঘটনা। ছিল কয়েকশো মানুষের প্রাণহানির সংশয়ও। কেবল চলকের বুদ্ধির জোড়ে বিপদমুক্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের একেবারে সামনে চলে আসে একটি গরু। গরু-সহ ট্রেনের যাত্রীদের জীবন বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছেন চালক। ভিডিওতে দেখা যায় ট্রেনের নিচে আটকে আছে গরু। চালক ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে ট্রেন থামিয়ে দেন, তারপর তিনি ট্রেনটি একটু পিছিয়ে নেওয়ার ফলে গরুটিকে লাইন থেকে সরে যান এবং প্রাণে বেঁচে যায়। চালক সঠিক সময় ব্রেক না দিলেই ঘটতে পারতো বড় রকমের বিপত্তি। এই ঘটনার পর, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ড্রাইভারের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন। মনোজ শর্মা নামের এক এক্স প্রোফাইল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। দেখুন সেই ভিডিও-
ঘটনার ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিচে একটি গরু আটকা পড়েছে। ট্রেনে পিঠ ঠেকানোর পর কোনোমতে ভেতর থেকে গরুটি বেরিয়ে আসে। পরে তার জীবন বাঁচানো সম্ভব হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড করার পর একজন ব্যবহারকারী X-এ লিখেছেন- 'ধন্যবাদ ড্রাইভার স্যার, জয় শ্রী কৃষ্ণ'
বন্দে ভারত এক্সপ্রেসের ট্র্যাকে গবাদি পশু আসার এটাই প্রথম ঘটনা নয়। এই ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে। এই ঘটনায়, কণ্ঠহীন প্রাণীটির জন্য এটি ভাল যে চালক জরুরি ব্রেক প্রয়োগ করে তার জীবন রক্ষা করেছেন, অন্যথায় এটি প্রাণ হারাতে পারত।