Utha Rath Wish: উল্টোরথে প্রিয়জনকে জানান শুভেচ্ছা, রইল সেরা ১০টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Jul 05, 2025, 07:18 AM IST

জগন্নাথ দেবের আশীর্বাদে ভরে উঠুক আপনার জীবন। উল্টো রথযাত্রায় ভাই-বোনের সঙ্গে ফিরে আসছেন প্রভু জগন্নাথ। রথযাত্রার আনন্দে মন ভরে উঠুক, সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক।

PREV
110

ভগবান জগন্নাথ আপনার জীবন সুখ ও আনন্দে ভরে তুলুক। রইল উল্টো রথের শুভেচ্ছা।

210

আজ উল্টো রথের দিন প্রভু জগন্নাথ ফিরে আসবেন ভাই-বোনের সঙ্গে। শুভেচ্ছা জানাই এই বিশেষ দিনে। শুভ উল্টো রথযাত্রা।

410

রথযাত্রা মতো আনন্দময় হোক প্রতিটি দিন। পূরণ হোক মনের সকল ইচ্ছা। উল্টো রথে জানাই শুভেচ্ছা।

510

শুভ উল্টো রথ। সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, সকলের জীবনে আসুক আনন্দ। জানাই শুভেচ্ছা।

610

শুভ উল্টোরথ! থাকো চিরসুখে,

ভক্তি থাকুক হৃদয়ে, আনন্দ থাকুক মুখ।

710

রথযাত্রা মানেই রঙ, গান আর মেলা,

আসুক জীবনে মিষ্টি , সময়ের খেলা।

810

টান দাও রশিতে, প্রেম দাও মনে,

জগন্নাথ আসছেন আশীর্বাদে ভরে।

কীর্তনে বাজুক রথের বাদ্যি।

আনন্দ ছড়িয়ে যাক সকলের হৃদ্যি।

910

রথ টেনে আনো জীবনের আশা,

জগন্নাথ দেব দেবেন সেরা ভালোবাসা।

শুভ উল্টো রথযাত্রা।

1010

শুভ উল্টোরথ। জীবন হোক আনন্দময়,

রথের মতো চলুক তোমার সাফল্যের কাহিনি নয় নয়।

Read more Photos on
click me!

Recommended Stories