ভগবান জগন্নাথ আপনার জীবন সুখ ও আনন্দে ভরে তুলুক। রইল উল্টো রথের শুভেচ্ছা।
আজ উল্টো রথের দিন প্রভু জগন্নাথ ফিরে আসবেন ভাই-বোনের সঙ্গে। শুভেচ্ছা জানাই এই বিশেষ দিনে। শুভ উল্টো রথযাত্রা।
এই শুভ দিনে পান জগন্নাথ দেবের কৃপা। জানাই উল্টো রথের শুভেচ্ছা।
রথযাত্রা মতো আনন্দময় হোক প্রতিটি দিন। পূরণ হোক মনের সকল ইচ্ছা। উল্টো রথে জানাই শুভেচ্ছা।
শুভ উল্টো রথ। সকল মনোবাঞ্ছা পূর্ণ হোক, সকলের জীবনে আসুক আনন্দ। জানাই শুভেচ্ছা।
শুভ উল্টোরথ! থাকো চিরসুখে,
ভক্তি থাকুক হৃদয়ে, আনন্দ থাকুক মুখ।
রথযাত্রা মানেই রঙ, গান আর মেলা,
আসুক জীবনে মিষ্টি , সময়ের খেলা।
টান দাও রশিতে, প্রেম দাও মনে,
জগন্নাথ আসছেন আশীর্বাদে ভরে।
কীর্তনে বাজুক রথের বাদ্যি।
আনন্দ ছড়িয়ে যাক সকলের হৃদ্যি।
রথ টেনে আনো জীবনের আশা,
জগন্নাথ দেব দেবেন সেরা ভালোবাসা।
শুভ উল্টো রথযাত্রা।
শুভ উল্টোরথ। জীবন হোক আনন্দময়,
রথের মতো চলুক তোমার সাফল্যের কাহিনি নয় নয়।
Sayanita Chakraborty