খাবার পরে একটু পান চিবালেই আর খেতে হবে না এই রোগের ওষুধ! অজানা গুণাগুণে ভরপুর এই পাতা

Published : Feb 20, 2025, 04:32 PM IST

খাবারের পরে একটা পান চিবালেই দূর হয়ে যাবে বহু কঠিন কঠিন ব্যধি, তাই মা ঠাকুমার কখনও হত না এই অসুখ

PREV
110

পান একটি অত্যন্ত জনপ্রিয় পাতা। শুধু বাঙালিদের মধ্যেই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে এর কদর রয়েছে। খাবার পরে সামান্য পান যেন ভোজনকে আরও পরিপূর্ণ করে।

210

নীহারঞ্জন রায় ওনার বাঙালির ইতিহাস বইতে উল্লেখ্য করেছেন যে আর্যদের আসার আগেও বাংলায় পান খাওয়ার প্রচলন ছিল। তখনও অতিথি আপ্যায়নে সবার আগে পান দেওয়া হত।

310

হিন্দুদের বিয়েতে ও বিভিন্ন পূজাতে পান বযবহৃত হয়। বিয়ে বাড়ি বা যেকোনও অনুষ্ঠানে খাবারের পর পান পরিবেশন করা বাধ্যতামূলক।

410

পান দক্ষিণ ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উদ্ভিদ। এই অঞ্চল থেকেই অন্যান্য দেশে পানের প্রচলন ঘটেছে।

510

খাবারের পরে সামান্য একটা পান শরীরের কতটা উপকার করে জানলে চমকে যাবেন। এর রয়েছে অঢেল উপকারিতা।

610

কোষ্ঠকাঠিন্য দূর করে: পান পাতার রস খাবার হজম করতে সাহায্য করে। তাই বিয়ে বাড়ির অনুষ্ঠান অথবা অন্যান্য অনুষ্ঠানে খাবার পর পান পরিবেশন করা হয়।

710

মুখগহ্বরের স্বাস্থ্য ভাল রাখে: পান পাতা চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়। এর মধ্যে এন্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এ ছাড়াও বিভিন্ন মশলাযুক্ত পান পাতা খাওয়ার পর সাময়িকভাবে মুখে সুগন্ধ থাকে।

810

শ্বাসযন্ত্রের জন্য ভাল রাখে: আয়ুর্বেদ শাস্ত্রে আছে যে— শ্বাসকষ্ট, হাঁপানি, সর্দি হলে পান পাতা খাওয়া উচিত। এতে এই রোগের দারুণ উপশম হয়।

910

শর্করার ভারসাম্য রক্ষা করে: পান পাতা রক্তের শর্করার ভারসাম্য রক্ষা করে। ডায়াবেটিস রোগীরা কয়েক চামচ পান পাতার রস পান করলে উপকার পাবেন।

1010

স্ট্রেস দূর করে: পান চিবালে দুশ্চিন্তা কিছুটা কমে। কারণ এতে ফ্যালোনিক নামক একটি রাসায়নিক রয়েছে যা স্ট্রেস থেকে মুক্তি দিতে সাহায্য করে।

click me!

Recommended Stories