তুমি আমার প্রথম বন্ধুব এবং চিরকালের রক্ষক। তোমাকে সব সময় ভালোবাসি। শুভ ভাইফোঁটা দাদা।
এই ভ্রাতৃদ্বিতীয়ার দিনে তোমার দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করি। শুভ ভাইফোঁটা।
তুমি আমার শুধু ভাই নও, তুমি আমার শক্তি। শুভ ভাইফোঁটা।
তোমার জীবন সাফল্যে ভরে উঠুক এবং তোমার পথ আলোয় ভরে উঠুক। প্রিয় ভাইকে এই বিশেষ দিনে জানাই শুভেচ্ছা।
সব সময় আমার পাশে থাকা জন্য ধন্যবাদ। তোমার বোন হতে পেরে আমি গর্বিত। শুভ ভাইফোঁটা।
তুমি আমার সুপারহিরো এবং আমার চিরকালের সাপোর্ট সিস্টেম। শুভ ভাইফোঁটা।
আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য ও আশীর্বাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবদ। শুভ ভাইফোঁটা।
এই উৎসব আমাদের বন্ধনকে আগের থেকে আরও শক্তিশালী করুক। আনন্দ ও সমৃদ্ধি বর্ষণ করুক। শুভ ভাইফোঁটা।
মা বাবার পরে যদি কেউ সব থেকে আপন হয়, সে হলে তুমি। শুভ ভাইফোঁটা।
ভাই, অনেক বড় হও, সব বিপদ থেকে দূরে থাক। এই কামনাই করি। শুভ ভাইফোঁটা।
Sayanita Chakraborty