Bhai phonta 2025: ভাইফোঁটার শুভক্ষণে জানান শুভেচ্ছা, রইল সেরা কয়টি শুভেচ্ছা বার্তার হদিশ

Published : Oct 22, 2025, 09:18 AM IST

এই লেখাটিতে ভাইফোঁটা উপলক্ষে ভাই ও বোনের জন্য একাধিক শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। এই বার্তাগুলির মাধ্যমে ভাই-বোনের পবিত্র সম্পর্ক, ভাইয়ের দীর্ঘায়ু ও সাফল্য কামনা এবং উৎসবের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।

PREV
16

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই যেন দীর্ঘজীবী হয়। শুভ ভাইফোঁটা।

বছর ঘুরে আবারও আসলো ভাইফোঁটা। দূর থেকেও এই কামনা করি যে, সমস্ত বিপদ আপদ যেন তোমার থেকে দূরে থাকে। শুভ ভাইফোঁটা।

26

শৈশবের খুনসুটি থেকে বর্তমানে পথ চলা, সবকিছুই যেন এরকমই থাকে। ভাইফোঁটার দিন তোমার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।

যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিল যমরাড। আর আমি সেই প্রথা মেনেই তোমার কপালে দিলাম ফোঁটা। জীবন সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক। শুভ ভাইফোঁটা।

36

রইল ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা। তোমার দীর্ঘ জীবন আর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করি। আজকের দিন আনন্দে কাটুক।

তোমার জীবন সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক। সাফল্য প্রতিটি মুহূর্ত ধরা দিক। পথ আলোর হয়ে উঠুক। শুভ ভাইফোঁটা।

46

আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য আর আশীর্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবদ। শুভ ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা নিও।

আমার মিষ্টি বোনকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ ভাইফোঁটা।

56

ভাই বোনের সবথেকে পবিত্র উৎসব ভাইফোঁটা। আর এই বিশেষ দিনটিতে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। শুভ ভাইফোঁটা ২০২৫।

সারা পৃথিবীতে খুঁজলেও তোমার মতন একটা ভাই আমি খুঁজে পাব না। শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।

66

ভাইফোঁটার এই পূর্ণ তিথিতে শুভ একটা কামনা করি, সকল ভাই ও বোনের জীবন যেন পরস্পরের প্রতি ভালোবাসায় ভরে ওঠে। শুভ ভাইফোঁটা।

সারা পৃথিবীতে খুঁজলেও তোমার মতন একটা ভাই আমি খুঁজে পাব না। শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।

Read more Photos on
click me!

Recommended Stories