আমাদের মধ্যে ভালবাসা এবং বিশ্বাসের বন্ধন প্রতিটি দিন দিন আরও দৃঢ় হোক। আপনাকে আনন্দ এবং হাসিতে ভরা শুভ ভাই ফোঁটার শুভেচ্ছা।
সারা বছর যতই ঝগড়া করি, জানি মা-এর পর, আমার জন্য মন থেকে কেউ ঈশ্বরের কাছে প্রার্থণা করলে, সেটা তুই করবি, - তাই মায়ের মতো তুইও আমার সব জন্মে দিদি হয়েই থাকিস! ভাই ফোঁটার অনেক শুভেচ্ছা তোর জন্য।