Bhai Phota 2025: ভাইফোঁটায় ভাই ও বোনদের জানান আন্তরিক শুভেচ্ছা! রইল এমনই কিছু সেরা বার্তার হদিশ

Published : Oct 22, 2025, 08:27 PM IST

ভাই ফোঁটা মানেই এক ভাই ও বোনের দিন। এই ভাই ফোঁটা মানে কালী পুজোর শেষে হওয়া এই অনুষ্ঠান। এই দিন মানেই ঘরে ঘরে ভাই বোনের পবিত্র সম্পর্কে অটুট থাকার অঙ্গিকার নেওয়ার পালা। তাই এই শুভক্ষণে আপনার প্রিয় ভাই ও দাদাদের জানান ভাই ফোঁটার সেরা শুভেচ্ছা। 

PREV
15

আমি ঈশ্বরের কাছে সত্যিই কৃতজ্ঞ যে তোমার মতো একজন দাদা তিনি আমার জীবনে দিয়েছেন। আমার দেখা পৃথিবীর সেরা দাদা তুমি। এইভাবে সুখে এবং দুঃখে সারাজীবন আমার পাশে থেকো। ভ্রাতৃদ্বিতীয়া অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম রইল!

তোমার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি। শুভ ভাইফোঁটা।

25

আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য ও আশীর্বাদ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ভাই। শুভ ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালোবাসা!

 এই উৎসব আমাদের বন্ধনকে আগের চেয়ে আরও শক্তিশালী করুক এবং আনন্দ ও সমৃদ্ধি বর্ষণ করুক। শুভ ভাইফোঁটা ভাই!

35

ভাইফোঁটা আমার কাছে আমার মনের কথা তোকে জানানোর একটি দিন। তুই আমার কাছে সব। খুব ভালো থাকিস। আশা করব ঈশ্বর তোর জীবনে আনন্দ এবং সুখে ভরিয়ে রাখবে। আমার ছোট ভাইকে আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। শুভ ভাইফোঁটা ভাই!

হোলি যেমন রঙের উৎসব। দীপাবলি তেমন আলোর উৎসব। ঠিক তেমনি ভ্রাতৃদ্বিতীয়া আমাদের ভাইবোনের বন্ধন শক্তিশালী করার উৎসব। শুভ ভাইফোঁটা!

45

আজকের ভাইবোনের এই শুভ দিনে তোমাকে জানাই ভাইফোঁটার শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। এইভাবে জীবনে চলার জন্য সাহস ও ভরসা দিও। আশা করব এই ভ্রাতৃদ্বিতীয়া আমাদের বন্ধন আরও দৃঢ় করে তুলবে!

ছোট থেকে আমার না বলার আগে তুমি সব বুজতে পারতে আমার মনের কথা। আমাকে খুশি করার জন্য তুমি সব কিছু করেছ। তুমিই পৃথিবীর সেরা ভাই। শুভ ভ্রাতৃদ্বিতীয়া!

55

আমাদের মধ্যে ভালবাসা এবং বিশ্বাসের বন্ধন প্রতিটি দিন দিন আরও দৃঢ় হোক। আপনাকে আনন্দ এবং হাসিতে ভরা শুভ ভাই ফোঁটার শুভেচ্ছা।

সারা বছর যতই ঝগড়া করি, জানি মা-এর পর, আমার জন্য মন থেকে কেউ ঈশ্বরের কাছে প্রার্থণা করলে, সেটা তুই করবি, - তাই মায়ের মতো তুইও আমার সব জন্মে দিদি হয়েই থাকিস! ভাই ফোঁটার অনেক শুভেচ্ছা তোর জন্য।

Read more Photos on
click me!

Recommended Stories