ঘুমের অভাবে মস্তিষ্ক কি নিজেই নিজেকে খেয়ে ফেলে?: আমাদের শরীরের সুস্থতা কেবল পুষ্টি, খাবার, পানির উপরই নির্ভর করে না; পর্যাপ্ত ঘুমের উপরও নির্ভর করে। যারা ভালো ঘুমায় তারাই সুস্থ জীবন যাপন করে। ভালো ঘুম আপনাকে অনেক রোগ থেকে রক্ষা করবে। কারণ সারাদিন পরিশ্রম করার পর রাতে শরীরকে অবশ্যই বিশ্রাম দিতে হবে। এই বিশ্রামই পরের দিন আপনাকে কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি যোগাবে। রাতে না ঘুমানো স্বাস্থ্যকর নয়।