এসি ও ফ্যান: গরমকালে এগুলোর একটানা ব্যবহারে কত বিল আসে? হিসাব করুন সহজেই!

Published : Apr 13, 2025, 06:21 PM IST

গ্রীষ্মে প্রায় প্রতিটি বাড়িতে ফ্যান ও এসি ২৪ ঘণ্টা ব্যবহার করতে হচ্ছে। তবে বিদ্যুতের বিল দেখে অনেকের চোখ কপালে উঠছে। আপনার বাড়িতে এসি ও ফ্যান কত ঘণ্টা চালালে কত ইউনিট খরচ হয় জানেন কি? এটা জানলে আপনি বিদ্যুৎ সাশ্রয় করে টাকা বাঁচাতে পারবেন।

PREV
110

আমাদের বাড়িতে ফ্যান, এসি ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার অর্থাৎ কনসাম্পশন এবং বিল কীভাবে হিসাব করা হয়, তা জেনে নেওয়া যাক। 

210

আপনি যে ফ্যান বা এসি ব্যবহার করেন, সেগুলোর পাওয়ার রেটিং ওয়াটের ওপর ভিত্তি করে বিদ্যুতের খরচ পরিবর্তিত হয়।

310

উদাহরণস্বরূপ, আপনি যে ফ্যান ব্যবহার করেন তার পাওয়ার রেটিং ৭৫W - ১০০W এর মধ্যে ধরা যাক। সাধারণত সব সিলিং ফ্যানের ওয়াট এই পরিমাণেই থাকে। 

410

আজকাল সবাই হাইস্পিড ফ্যান কেনে। সেগুলোর সর্বোচ্চ ওয়াট ১০০W পর্যন্ত হয়। ফ্যানের পাওয়ার রেটিং ৭৫W - ১০০W হলে, ১০০W-এর একটি ফ্যান এক ঘণ্টায় ১০০W বিদ্যুৎ খরচ করে। অর্থাৎ, এক কিলোওয়াট-ঘণ্টা (kWh) = ১০০০ ওয়াটের সমান। 

 

510

এবার ১০০W-এর একটি ফ্যান ১০ ঘণ্টা চললে এক ইউনিট বিদ্যুৎ খরচ হয়। এক ঘণ্টায় ১০০W-এর ফ্যান = ০.১ ইউনিট, এভাবে পুরো ২৪ ঘণ্টার জন্য = ০.১ * ২৪ = ২.৪ ইউনিট খরচ হয়। এই হিসাবে মাসে ৭২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হতে পারে।

610

বাড়িতে এসির ক্ষেত্রে, পাওয়ার রেটিং ১.৫kW থেকে ২kW পর্যন্ত হয়ে থাকে। এসি সাধারণত ২৪°C-এ শুরু হয়। সাধারণভাবে ব্যবহৃত এসিগুলো ১.৫kW - ২kW বিদ্যুৎ ব্যবহার করে। 

710

কিছু ক্ষেত্রে এসির মডেল ও দক্ষতার ওপর নির্ভর করে ব্যবহার ভিন্ন হতে পারে। এসির বিদ্যুৎ ব্যবহার: ১.৫kW-এর একটি এসি এক ঘণ্টায় ১.৫ ইউনিট খরচ করে। এভাবে ২৪ ঘণ্টার জন্য = ১.৫ * ২৪ = ৩৬ ইউনিট পর্যন্ত খরচ হয়।

810

এতক্ষণ ইউনিটের হিসাব জানলেন, এবার এই ইউনিটগুলোর বিদ্যুতের বিল কেমন হয়, তা জেনে নেওয়া যাক। প্রতি ইউনিটের দাম এলাকাভেদে ভিন্ন হয়। 

910

শহরে একরকম, গ্রামে আরেকরকম ইউনিট প্রতি দাম থাকে। উদাহরণস্বরূপ, যদি এক ইউনিটের দাম ৫ টাকা হয়, তাহলে ফ্যান একদিনে অর্থাৎ ২৪ ঘণ্টা চললে ২.৪ ইউনিট, যার খরচ ১২ টাকা।

1010

এসি একদিনে ৩৬ ইউনিট চললে ১৮০ টাকা পর্যন্ত খরচ হবে। এই হিসাবে এসি ও ফ্যান হাইস্পিডে ব্যবহার করলে দিনে ১৯২ টাকা পর্যন্ত খরচ হতে পারে।

click me!

Recommended Stories