রান্না ঘরে তেলচিটে বাল্ব পরিষ্কার করতে ঝামেলা? রইল তার কিছু ঘরোয়া উপায়

Published : Sep 07, 2025, 11:00 PM IST
kitchen

সংক্ষিপ্ত

রান্নাঘরে তেলচিটে বাল্ব পরিষ্কার করার ঘরোয়া উপায়!

পুজোর আগে ঘর পরিষ্কার করা প্রতিটি বাঙালি বাড়ির প্রথা। প্রচলিত আছে এতে দুর হয় নেগিটিভিটি।যদিও এই ঘর পরিষ্কার করতে একটা বড় সময় লাগে‌। শুধুমাত্র যে ঘরের মেঝে দেয়াল অথবা জানলা পরিষ্কার করা হয় তা নয়। এই সময় ঘরের থেকে শুরু করে রান্নাঘরের লাইটগুলো কেউ পরিষ্কার করা হয়।

তবে ঘরে লাইটগুলো পরিষ্কার করা সহজ হলেও রান্নাঘরের বাল্ব পরিস্কার করা সহজ কাজ নয়। কারণ রান্নাঘরের তেল মশলার ব্যবহার অনেকটাই বেশি। এর ফলে তেলের ক্ষুদ্র কণাগুলি বাল্বের গায়ে জমতে থাকে। যা পড়ে বাল্ব চিটচিটে করে দেয়। এবার এই চিটচিটে ভাব তুলতে গেলে কাল ঘাম ছুটে যায়। এর পাশাপাশি আয়ু কমে আসে বাল্বের। তবে কিছু ঘরোয়া পদ্ধতি মানলে সহজেই বাল্বের গায়ে থাকা চিটচিটে ভাব আপনি সহজেই পরিষ্কার করতে পারবেন।

* বাল্ব পরিষ্কার করতে গেলে প্রথমে সুইচ বন্ধ করে বাল্বটিকের ঠান্ডা হতে দিন। এরপর নরম কাপড় বা টিস্যুতে হালকা সাবান মাখানো জল বা ভিনেগার নিয়ে বাল্বের কাচ আলতো করে মুছে নিন। পাশাপাশি শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে আবার হোল্ডারে লাগান। * রান্না করার সময় এগজস্ট ফ্যান বা চিমনি ব্যবহার করুন। এতে কিছুটা হলেও রান্না ঘরের লাইট তেলচিটে কম হবে।

লেবু ও বেকিং সোডা দিয়ে আপনি রান্নাঘরের তেলচিটে বাল্ব পরিষ্কার করতে পারবেন। একটি লেবুর টুকরোর মধ্যে বেকিং সোডা ছড়িয়ে বাল্বে ঘষুন। বেশি দাগ হলে ১০-১৫ মিনিট রেখে মুছে ফেলুন। দেখবেন রান্নাঘরের বাল্বে তেলচিটে ভাব উঠে গেছে।

ভিনিগার ও জলের মিশ্রণ দিয়ে আপনি বাল্ব পরিষ্কার করতে পারবেন। পরিমাণ মতো ভিনেগার ও জল মিশিয়ে নরম কাপড় ভিজিয়ে বাল্ব আলতো করে মুছে নিন। এতেও আপনার রান্না ঘরের বাল্বের গায়ে পড়া তেলচিটে ভাব দূর হবে ।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাড়ির বারান্দা সাজাতে ব্যবহার করতে পারেন এই কয়টি গাছের মধ্যে একটি, রইল তালিকা
বাড়িতে সবচেয়ে বেশি জীবাণু এখানেই জন্মায়