জামাকাপড়ে দামি সেন্ট ছাড়াই ছড়াবে সুগন্ধ! জেনে নিন ঘরোয়া গোপন কৌশল

Published : Sep 21, 2024, 11:25 PM IST
washing clothes, washing machine

সংক্ষিপ্ত

জামাকাপড়ে সাবানের সুগন্ধ ধরে রাখতে এবং সেন্ট ছাড়াই সুন্দর সুবাস আনতে ঘরোয়া উপাদান ব্যবহার করার কার্যকরী কিছু টিপস।

জামা কাপড় কাচার পরে শুধু সাবানের গন্ধ থাকে। আলমারিতে রাখার কারণে জামা কাপড়ে সাবানের সুগন্ধ চলে যায়। তাই কাপড়ে সুগন্ধ আনতে সেন্ট ব্যবহার করতে হয়। তবে এমন কিছু উপাদান রয়েছে যা ব্যবহার করলে আর জামা কাপড়ে কোনও দুর্গন্ধ থাকবে না বরং সেন্ট ছাড়াই সুন্ধ মাখানো থাকবে আপনার কাপড় জামায়।

জামা কাপড় কেচে ধুয়ে মেলার পরে একটা স্প্রে বোতলে গোলাপ জল নিয়ে জামা কাপড়ে স্প্রে করে দিন। এতে বহুদিন পর্যন্ত জামা কাপড়ে সুগন্ধ থাকে এবং পার্ফিউম বা সেন্ট ব্যবহার করতে হয় না।

শুকনো জামা কাপড়ে কর্পূর ছড়িয়ে রাখুন। এতে দারুণ গন্ধ থাকবে আপনার পোশাকে এবং জামা কাপড় সহজে পোকাতেও কাটবে না। এই উপাদান একটা তাজা সুগন্ধ এনে দেবে আপনার পোশাকে।

আলমারিতে বেশ কয়েকটা লবঙ্গ রেখে দিন। এই উপাদান জামা কাপড়ে দারুণ সুবাস এনে দেয়। এবং সেন্ট ছাড়াই জামা কাপড় থেকে ভালো গন্ধ ছাড়ে। তাই অবশ্যই আলমারিতে লবঙ্গ রাখুন।

দামি জামা কাপড় একটি প্যাকেটে এয়ারটাইট করে রেখে তার মধ্যে একটা এলাচ রেখে দিন। এক্ষেত্রে বড় এলাচ বেশি কার্যকর। জামা কাপড় প্লাস্টিকে ভরে তাতে এলাচ রেখে দিলে দারুণ সুগন্ধ ছড়াবে আপনার পোশাক থেকে।

 

PREV
click me!

Recommended Stories

শোবার ঘরে স্পাইডার প্ল্যান্ট রাখার ৭টি স্বাস্থ্য উপকারিতা
সকাল সকাল আপনার হাত থেকে কিছু পড়ে যাওয়া বয়ে আনতে পারে অমঙ্গলের সূচনা! বিস্তারিত জানুন