ঔষধ খাওয়ার সময় এই ভুলগুলো করবেন না! মারাত্মক ক্ষতি হতে পারে

Published : Apr 07, 2025, 11:07 PM IST

ঔষধ খাওয়ার সময় এই ভুলগুলো করবেন না! মারাত্মক ক্ষতি হতে পারে

PREV
15

কোনো স্বাস্থ্য সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে, তিনি প্রেসক্রিপশন লিখে দেন। কোন ঔষধ কখন খেতে হবে, তা বিস্তারিতভাবে বলা থাকে। ঔষধ সকালে, দুপুরে ও রাতে খেতে বলা হয়। অনেকে খাবার খাওয়ার পরে ঔষধ খেতে বলেন। তবে এখানেই অনেকে ভুল করে থাকেন।

25

ডাক্তাররা যদি সকালে, দুপুরে ও রাতে খাবার খাওয়ার পরে ঔষধ খেতে বলেন, তাহলে অনেকে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যাবলেট খেয়ে নেন। ডাক্তাররা বলছেন, এটা খুবই ভুল। খাওয়ার পরে অন্তত ১৫ থেকে ২০ মিনিট পর ঔষধ খাওয়া উচিত।

35

খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই ট্যাবলেট খেলে হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। খাবার হজম হওয়ার আগেই ট্যাবলেট খেলে, ঔষধের উপাদান শরীরের সমস্যাযুক্ত স্থানে পৌঁছাতে পারে না। এর ফলে সমস্যা কমার বদলে হজম এবং অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে।

45

আবার অনেকে দুই-তিনটি ট্যাবলেট একসঙ্গে গিলে ফেলেন। ডাক্তাররা বলছেন, এটা একেবারেই ভালো নয়। একসঙ্গে দুই-তিন রকমের ঔষধ খেলে, সেগুলি পেটে রাসায়নিক বিক্রিয়া করে সঠিকভাবে কাজ করে না। এর ফলে স্বাস্থ্য সমস্যা কমার বদলে বাড়তে পারে। প্রতিটি ট্যাবলেটের মধ্যে অন্তত ১০-১৫ মিনিটের ব্যবধান রাখা দরকার।

55

অনেকে মাথা ব্যথা, দুর্বল লাগা বা পেটে ব্যথা হলে সরাসরি ওষুধের দোকানে গিয়ে ট্যাবলেট কিনে আনেন। তবে দীর্ঘদিনের স্বাস্থ্য সমস্যার জন্য ওষুধের দোকানের দেওয়া ট্যাবলেট কাজ করে না। ডাক্তাররা পরীক্ষা করে সঠিক ঔষধ দিতে পারেন। দীর্ঘদিনের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাওয়া উচিত নয়।

click me!

Recommended Stories