মোকআপ করার পরে তোলা আরও কঠিন! গুরুত্ব না দিলে চিরকালের মতো খারাপ হয়ে যেতে পারে ত্বক

মোকআপ করার পরে তোলা আরও কঠিন! গুরুত্ব না দিলে চিরকালের মতো খারাপ হয়ে যেতে পারে ত্বক

Anulekha Kar | Published : Sep 28, 2024 5:23 PM IST

মেকআপ করতে সকলেরই ভালো লাগে। কিন্তু অনেকেই তা পরিষ্কার করার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকেন না। যার ফলে ত্বকের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে। রাতে মেকআপ না তুলে ঘুমোবেন না। কারণ ত্বকের ছিদ্রগুলিতে রাসায়নিক জমা হয়ে ব্রণ সহ আরও সমস্যা হতে পারে। 

মুখের মেকআপ পরিষ্কার করার জন্য প্রথমে তেল দিয়ে ম্যাসাজ করুন।  পরে মুখ পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। ঠান্ডা জলে ধোয়া উত্তম। এতে ত্বকের ময়লা এবং মেকআপের অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করবে। এছাড়াও, মেকআপ ভালোভাবে পরিষ্কার করার জন্য ক্লিনজার ব্যবহার করা যেতে পারে। 

Latest Videos

এরপর হালকা গরম জলে ভেজানো তোয়ালে দুই থেকে তিন মিনিট মুখে রাখা ভালো। এটি ত্বকে জমে থাকা ময়লা এবং মেকআপের অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করবে। এছাড়াও, ফেসপ্যাক শিট কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখা যেতে পারে। অথবা ঘরে তৈরি কোন ভালো ফেসপ্যাক ব্যবহার করা যেতে পারে। 

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
পকেটখালি অনুব্রত'র, তাই এবার পুজো হবে নম নম করে, দেখুন কেষ্ট কি বললেন | Anubrata Mondal | Durga Puja
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন