
Benefits of Drinking Tea: দিনে কতো কাপ চা (Tea) খাওয়া ভালো? এই প্রশ্নটা অনেকের মনেই ঘোরে। কিন্তু এর সঠিক উত্তরটা কী, সেটা আজও একটা ধাঁধা। তবে, এই প্রশ্নটা প্রায় সবাইকেই ভাবায়। আর এই প্রশ্নের উত্তর অনেক ডাক্তার ও ডায়েটিশিয়ান ভিন্ন ভিন্ন ভাবে দেন। চায়ের ক্ষেত্রে 'এক প্রশ্নের এক উত্তর' ব্যাপারটা নেই। কিন্তু কার উত্তরটা ঠিক, সেটাই আসল ঝামেলা!
কারও কারও তো এক কাপ চায়েই সমস্যা হতে পারে। এটা তাদের শরীরের ওপর নির্ভর করে। তবে, একজন সুস্থ মানুষের জন্য দিনে দু'কাপ চা সাধারণত ঠিক আছে। তার চেয়ে বেশি ভালো না। কিন্তু, অনেকে সারাদিন অল্প অল্প করে চা খেতে থাকেন। এটা ঠিক না। এতে অনেক খারাপ প্রভাব পড়ে। তাই অল্প অল্প করে চা খাওয়া ভালো না।
আরেকটা কথা, কার কতো কাপ চায়ে সমস্যা হবে, সেটা তো তার শরীরই বলে দেয়। শরীরের ভাষাটা বুঝতে হবে, নাহলে শরীর রোগ জানাবে। তবে, সাধারণত সমস্যাগুলো তাড়াতাড়ি চোখে পড়ে। সেটা বুঝলেই যথেষ্ট, আমরা নিজেরাই চায়ের পরিমাণ কমিয়ে দিতে পারি। কিন্তু, অনেকের জন্য এটা সম্ভব হয় না। তখন চায়ের কাপ বদলে সেটাকে যতোটা সম্ভব ছোট করে নেওয়াই ভালো। মোটকথা, দিনে ২ কাপ চা ঠিক আছে, তার চেয়ে বেশি ভালো না। কেউ কেউ এর থেকে এক কাপ বেশি খেয়েও সুস্থ থাকতে পারেন। কিন্তু, কারও কারও জন্য এক কাপও বেশি হয়ে অসুস্থ করে দিতে পারে। তাই নিজের শরীরের অবস্থা বুঝে নিজেই ঠিক করা ভালো।