খাবার পাতে রোজ লেবু চিপে খান? কতটা ক্ষতিকারক এই অভ্যাস, না জানলেই বিপদে পড়বেন

খাবার পাতে রোজ লেবু চিপে খান? কতটা ক্ষতিকারক এই অভ্যাস, না জানলেই বিপদে পড়বেন

গরম ভাতের পাতে হোক বা গরমা-গরম ডাল দিয়ে এক কুচি কাগজি লেবু পাতে পড়লেই যেন স্বাদ বদলে যায়। শুধু নিরামিষ খাবারেই নয়, যেকোনও আমিষ খাবারেও এর ব্যবহার করলে জিভে জল চলে আসে। সুগন্ধি এই ফলের রসের স্বাদ যেন রসনায় আলাদাই তৃপ্তি দেয়।

তবে শুধু খাবারের স্বাদই বদলায় না, অপরিসীম গুণ রয়েছে এই ফলের। রোজ খেলে বিভিন্ন রোগ-ব্যধি থেকে মুক্তি দিতে পারে কাগজি। এই লেবুটির উৎপত্তি স্থল হল আসাম এবং এর প্রচুর ঔষুধি গুণ থাকায় এর দামও অন্যান্য লেবুর তুলনায় একটু বেশি।

Latest Videos

কাগজি লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। কোলাজেন সিন্থেসিসে সাহায্য করে এই ফল এ ছাড়াও ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কাগজি লেবু। রোজ ভাতের পাতে খেলে সিজনাল অসুখ-বিসুখ থেকে মুক্তি পাওয়া যায়। ফ্রি ব়্যাডিকেলের থেকে কোষকে রক্ষা করে।

এতে প্রচুর জলায় উপাদান থাকে। শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে কাগজি। এ ছাড়া রক্ত চলাচল স্বাভাবিক রাখে যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এই ফল। হজমের সমস্যা দূর করতেও এর কোনও তুলনা হয় না।

লেবুতে প্রচুর ক্যালোরি থাকলেও লেবু ওজন কমাতে সাহায্য করে। কাগজির রস খেলে বহুক্ষণ পেট ভরা থাকে যার ফলে মেদ ঝরাতে ভীষণ সাহায্য হয়। তাই ওজন কমানোর প্রয়াসে থাকলে জলে কাগজি লেবুর রস খেতেই পারেন।

Share this article
click me!

Latest Videos

Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল | Bangla News
লাভবান হওয়ার লোভ দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা! তারপর যা হলো | Bidhannagar News | Kolkata News
Firhad Hakim ও Siddiqullah Chowdhury-র আসল মতলব ফাঁস করলেন Suvendu Adhikari! দেখুন
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
‘Mamata Banerjee-কে ২৬-এ চব্বিশ হাজারে হারাবো’ Suvendu Adhikari-র সরাসরি চ্যালেঞ্জ মমতাকে, দেখুন