ঠান্ডা না গরম! কোন জল খেলে কোনও স্বাস্থ্য সমস্যা হয় না? জেনে নিন বিশেষজ্ঞদের মত

ঠান্ডা না গরম! কোন জল খেলে কোনও স্বাস্থ্য সমস্যা হয় না? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Anulekha Kar | Published : Aug 30, 2024 4:39 PM IST

জল না খেলেই মারাত্মত ডিহাইড্রেশন দেখা দিতে পারে। জল না খেলে ত্বকের উপরেও মারাত্মক প্রভাব পড়ে। এক্ষেত্রে প্রচুর পরিমাণে জল খাওয়া বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট পরিমাণে জল খেতে হবে। পরিমাণের বেশি জল খেলেই দেখা দিতে পারে বিভিন্ন রকম সমস্যা। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দিনে তিন থেকে চার লিটার জল খাওয়া বাধ্যতামূলক। এর বেশি বা কম খেলে না না প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

এবার এর পাশাপাশি আরও একটা প্রশ্ন মাথায় আসতে পারে, তা হল ঠান্ডা না সাধারণ উষ্ণতার জল। ঠিক কোন ধরনের তাপমাত্রার জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী।

Latest Videos

ঠান্ডা জল পান করার অভ্যাস রয়েছে এমন মানুষের সংখ্যা কম নেই। এমন অনেকেই রয়েছেন যাদের ঠান্ডা জল না খেলে ঠিক মন ভরে না। আবার ঠান্ডা জল একেবারে খেতেই পারেন না এমন মানুষের সংখ্যাও কম নেই। ঠান্ডা জল খেলেই গলা ব্যথা বা অন্যান্য সমস্যা ভোগেন এমন মানুষও অসংখ্য। এক্ষেত্রে জেনে নিতে হবে ঠিক কোন ধরনের জল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ঠান্ডা জলের তুলনায় সাধারণ তাপমাত্রার জল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অতিরিক্ত ঠান্ডা জল পান করলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন- গলা ব্যথা, শ্বাসকষ্ট, মেটাবলিজম হ্রাস পাওয়া, সাইনাসের সমস্যা বেড়ে যাওয়া ইত্যাদি শারীরিক সমস্যা দেখা দেয়। তাই খুব গরম পড়লেও সাধারণ তাপমাত্রার জল পান করা বেশি স্বাস্থ্যকর।

                           আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

কর্মবিরতি অব্যাহত! ‘ভয়ের পরিবেশ’ দূর করার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা | RG Kar Protest
'CBI-এর রিপোর্টে যা আছে, যেদিন প্রকাশ্যে আসবে...' যা বলেদিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar
Rashifal | রাশিফল ১৮ সেপ্টেম্বর : আজ আপনার কপালে কি আছে? দেখুন কি বলছে আজকের রাশিফল
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News